বোলপুর: ভোটের পরেও উত্তপ্ত বীরভূম৷ ইলামবাজারে তৃণমূল-সিপিএম সংঘর্ষে জ্বলল বাড়ি৷ সিপিএমের পোলিং এজেন্ট হওয়ায় এক কর্মীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ বাড়িতে আগুন লাগানো হয়৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ইলামবাজারে যাঁর বাড়িতে আগুন লাগানো হয়েছে সেই খিলাফৎ আলি প্রাণভয়ে গ্রাম থেকে পালানোর সময় তাঁকে আটক করেছে পুলিশ৷
ঘটনার সূত্রপাত গতকাল রাতে। অভিযোগ, সিপিএম প্রার্থীর পোলিং এজেন্ট খিলাফৎ আলির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ তাঁর অস্থায়ী দোকান ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, দলীয় কর্মী সুকুর আলির বাড়িতে আগুন লাগিয়ে দেয় সিপিএম কর্মীরা। পরিস্থিতির কথা ইলামবাজার থানায় ফোন করে জানানোর সময়, এক সিভিক ভলান্টিয়ারের ওপর চড়াও হন গ্রামবাসীরা। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে দু’পক্ষই৷