আলোচনার প্রস্তাব খারিজ হতেই নবান্নে শুরু উচ্চ পর্যায়ের বৈঠক

কলকাতা: NRS-জট কাটাতে নবান্নে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বরফ গলাতে আজ শনিবার বিকালে বৈঠকে বসার প্রস্তাবও দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর দেওয়া লাগাতার আলোচনার প্রস্তাব উড়িয়ে জুনিয়র চিকিৎসকরা আজ জানিয়েছেন, তাঁরা নবান্নে যাবেন না৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে করবেন না বৈঠক৷ মুখ্যমন্ত্রীকে এনআরএসে আসতে হবে৷ চাইতে হবে ক্ষমা৷ তাঁরা চান না, নবান্নে বন্ধ

আলোচনার প্রস্তাব খারিজ হতেই নবান্নে শুরু উচ্চ পর্যায়ের বৈঠক

কলকাতা: NRS-জট কাটাতে নবান্নে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বরফ গলাতে আজ শনিবার বিকালে বৈঠকে বসার প্রস্তাবও দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর দেওয়া লাগাতার আলোচনার প্রস্তাব উড়িয়ে জুনিয়র চিকিৎসকরা আজ জানিয়েছেন, তাঁরা নবান্নে যাবেন না৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে করবেন না বৈঠক৷ মুখ্যমন্ত্রীকে এনআরএসে আসতে হবে৷ চাইতে হবে ক্ষমা৷ তাঁরা চান না, নবান্নে বন্ধ দরজার আড়ালে সমস্যা সামাধেন বৈঠক বৈঠক হোক৷

মুখ্যমন্ত্রী প্রস্তাব খারিজ হতেই এবার নবান্নে শুরু উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে জরুরি ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য সচিব সুরেন্দ্র গুপ্তাকে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পড়ুয়াদের আন্দোলনের জেরে বাংলাজুড়ে লাটে ওঠা চিকিৎসা পরিষেবা কীভাবে ফেরানো যায়, তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে৷ এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রের রিপোর্ট তদলের প্রসঙ্গটিও আলোচায় উঠে আসতে পারে বলে নবান্ন সূত্রে খবর৷

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণ জালতে চেয়ে ইতিমধ্যমেই রাজ্যের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের৷ এনআরএসের ঘটনায় রাজ্যকে অবিলম্বে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের৷ সূত্রের খবর, রাজ্যকে নোট পাঠিয়ে চিকিৎসক হেনস্তার বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷

এনআরএসের ঘটনা দ্রুত সমাধানের জন্য রাজ্যকে ফের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অ্যাডভাইজরি নোট পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷ এর আগেও বাংলায় আইন-শৃঙ্খলা প্রসঙ্গেও অমিত শারের মন্ত্রক থেকে পশ্চিমবঙ্গকে অ্যাডভাইজরি দেওয়ার মধ্য দিয়ে রাজ্যের মানুষকে বিব্রত করা হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এবার এনআরএস-কাণ্ডে নতুন অ্যাডভাইজরি দেওয়ার ঘটনায় তুঙ্গে বঙ্গ রাজনীতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *