খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে কাটমানি মামলা এবার হাইকোর্টে

কলকাতা: কাটমানি বিতর্কে এবার নাম জড়াল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের৷ কাটমানি ইস্যুতে এই প্রথম দায়ের হল মামলাও৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এজলাসে দায়ের হাওয়ায় মামলায় ৪ সপ্তাহের মধ্যে উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সঞ্জীব অগরওয়াল নামের এক ব্যবসায়ী ও তাঁর বন্ধু পঙ্কজ অগরওয়াল হাইকোর্টে মামলা দায়ের করেছেন৷ মামলাকারীদের আইনজীবীর জানিয়েছেন, সন্দীপ

1b33139b31575594296637486f69ab44

খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে কাটমানি মামলা এবার হাইকোর্টে

কলকাতা: কাটমানি বিতর্কে এবার নাম জড়াল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের৷ কাটমানি ইস্যুতে এই প্রথম দায়ের হল মামলাও৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এজলাসে দায়ের হাওয়ায় মামলায় ৪ সপ্তাহের মধ্যে উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

সঞ্জীব অগরওয়াল নামের এক ব্যবসায়ী ও তাঁর বন্ধু পঙ্কজ অগরওয়াল হাইকোর্টে মামলা দায়ের করেছেন৷ মামলাকারীদের আইনজীবীর জানিয়েছেন, সন্দীপ অগরওয়ালের সঙ্গে তাঁর স্ত্রীর বনিবনা হচ্ছিল না দীর্ঘদিন ধরেই৷ এই ঘটনার প্রেক্ষিতে সন্দীপকে বিধাননগর মিউনিসিপ্যালটির ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোসের দপ্তরে হয়৷ ৩০ লক্ষ টাকা দিতে হবে বলেও জানানো হয় বলেও অভিযোগ তোলা হয়েছে৷ এই ঘটনার অভিযোগ থানায় জানাতে গেলে পুলিশ ওই ব্যক্তির কপালে বন্দুক ঠেকিয়ে ২০ লক্ষ টাকার প্রমিসারি নোটে সই করিয়ে নেয় বলেও বিস্ফোরক অভিযোগ তোলা হয়৷ তা না হলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়ার অভিযোগ তোলা হয়েছে এজলাসে৷ এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর আপ্তসহায়ক ও পুলিশের মধ্যে যে কথোপকথনের রেকর্ড তাঁদের কাছে আছে বলেও জানান৷ আদালত চাইলে তাঁরা ওই রেকর্ড পেশ করতে পারেন বলেও মামলাকারীদের তরফে অভিযোগ তোলা হয়৷ পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, যে দু’ব্যবসায়ী মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তাঁদের বিরুদ্ধেই ৩টি মামলা দায়ের করেছেন বলেও জানান৷ দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলেও আদালতে জানানো হয়৷ জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী জানান, সন্দীপের স্ত্রী জ্যোতিপ্রিয়বাবুকে কাকু বলে সম্বোধন করেন৷ ওঁর বিরুদ্ধে পুলিশের সঙ্গে মিলে তোলাবাজির টাকা চাওয়ার অভিযোগ রয়েছে৷ সব পক্ষের সওয়াল-জবাব শুনে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *