হ্যাক হচ্ছে EVM, নয়া কর্মসূচি তৃণমূলের

কলকাতা: ইলেকট্রনিক ভোট যন্ত্র (ইভিএম) ‘হ্যাক’ করার আশঙ্কার কথা রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিককে জানিয়ে এল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় মুখপত্র ডেরেক ও’ব্রায়েন শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দপ্তরে যান। বৈঠকের পর বেরিয়ে এসে পার্থবাবু বলেন, ইভিএম হ্যাক করার আশঙ্কার কথা আমরা জানিয়েছি। ইভিএম নিয়ে বিস্ময়কর অনেক কিছু হচ্ছে। এদিন

হ্যাক হচ্ছে EVM, নয়া কর্মসূচি তৃণমূলের

কলকাতা: ইলেকট্রনিক ভোট যন্ত্র (ইভিএম) ‘হ্যাক’ করার আশঙ্কার কথা রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিককে জানিয়ে এল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় মুখপত্র ডেরেক ও’ব্রায়েন শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দপ্তরে যান।

বৈঠকের পর বেরিয়ে এসে পার্থবাবু বলেন, ইভিএম হ্যাক করার আশঙ্কার কথা আমরা জানিয়েছি। ইভিএম নিয়ে বিস্ময়কর অনেক কিছু হচ্ছে। এদিন বারাকপুর লোকসভা কেন্দ্রের ইভিএমে বিজেপির প্রতীকের নীচে দলের নাম লেখা থাকার ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই বিষয়টি নিয়েও মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল।

অন্যদিকে, রাজ্য বিজেপির দুই নেতা শিশির বাজোরিয়া ও জয়প্রকাশ মজুমদারও এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে সোমবার চতুর্থ দফার নির্বাচনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি করেন। বিজেপি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় আধা সেনা মোতায়েনের দাবি করেছে। মুর্শিদাবাদে ভগবানগোলায় বুথের বাইরে এক ভোটারের খুন হওয়ার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় যে তাঁরা খুশি নন, সেটাও বুঝিয়ে দেন তাঁরা। বিজেপি নেতাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীও তো গুলি চালাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =