ফের বিপাকে গম্ভীর, এবার গুরুতর অভিযোগ আনল শাসকদল

নয়াদিল্লি: পূর্ব দিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী ক্রিকেটার গৌতম গম্ভীরের বিরুদ্ধে নির্বাচনের পদ্ধতিগত ত্রুটি নিয়ে আক্রমণ ক্রমশ বাড়াচ্ছে আপ। তাঁর বিরুদ্ধে দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগে আদালতে মামলা আগেই করেছেন এই কেন্দ্রের আপ প্রার্থী অতীশী মারলেনা। সোমবার তিনি গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রিন্টার’স লাইন ছাড়া প্রচারপত্র বিলির অভিযোগ এনেছেন। নিয়ম না মেনে প্রচারপত্র বিলির জন্য গম্ভীরের বিরদ্ধে

ফের বিপাকে গম্ভীর, এবার গুরুতর অভিযোগ আনল শাসকদল

নয়াদিল্লি: পূর্ব দিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী ক্রিকেটার গৌতম গম্ভীরের বিরুদ্ধে নির্বাচনের পদ্ধতিগত ত্রুটি নিয়ে আক্রমণ ক্রমশ বাড়াচ্ছে আপ। তাঁর বিরুদ্ধে দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগে আদালতে মামলা আগেই করেছেন এই কেন্দ্রের আপ প্রার্থী অতীশী মারলেনা।

সোমবার তিনি গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রিন্টার’স লাইন ছাড়া প্রচারপত্র বিলির অভিযোগ এনেছেন। নিয়ম না মেনে প্রচারপত্র বিলির জন্য গম্ভীরের বিরদ্ধে এফআইআর দায়ের করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মারলেনা। এর আগে রবিবার অনুমতি না নিয়ে পথসভা করায় কমিশনের কাছে গম্ভীরের বিরুদ্ধে ৭২ ঘণ্টার জন্য প্রচারের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছিলেন তিনি।

পূর্ব দিল্লি কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ করা হবে ১২ মে। গম্ভীর এবং অতীশী ছাড়াও এই কেন্দ্রে প্রার্থী রয়েছেন কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি। তবে গম্ভীরের বিরুদ্ধে অতীশীর একের পর এক অভিযোগ নিয়ে এই কেন্দ্রে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে। অতীশী অভিযোগ করেছিলেন যে রাজেন্দ্র নগর এবং করোলবাগ- দু’জায়গাতেই গম্ভীরের ভোটার কার্ড রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে গৌতম গম্ভীর বলেছেন, ‘আমার একটিই ভোটার কার্ড রয়েছে রজেন্দ্র নগরে। করোলবাগে আমি মামার বাড়িতে ছোটবেলা কাটিয়েছি। তবে সেখানে কোনও দিন ভোট দিইনি বা ভোটার পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =