বাংলায় মহামিছিল বিজেপির! নাগরিকত্ব আইনের সমর্থনে বাংলাজুড়ে প্রস্তুতি

বাংলায় মহামিছিল বিজেপির! নাগরিকত্ব আইনের সমর্থনে বাংলাজুড়ে প্রস্তুতি

বাংলায় মহামিছিল বিজেপির! নাগরিকত্ব আইনের সমর্থনে বাংলাজুড়ে প্রস্তুতি

কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিতে চলেছে রাজ্য বিজেপি৷ ২৩ ডিসেম্বর, সোমবার কলকাতাজুড়ে বিজেপির মহা মিছিলে হাঁটবেন সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগতপ্রকাশ নাড্ডা৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, ওই মিছিল এবং সভায় দক্ষিণবঙ্গের লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবেন৷

একই রকম একটি মিছিল উত্তরবঙ্গে হবে পরবদিন অর্থাত, ২৪ ডিসেম্বর, মঙ্গলবার৷ তবে ওই মিছিলে থাকছেন না নাড্ডা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতেই এই কার্যক্রম তা সোমবার পরিষ্কার করে দিয়েছেন দিলীপ৷ তিনি বলেন, বাংলার মানুষের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাবে বিজেপি৷

কলকাতার রাস্তায় বড় মিছিল করতে গেলে প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়৷ কিন্তু সহজেই অনুমেয় রাজ্য বিজেপি সেই অনুমতি জোগাড় করতে পারবে না৷ লোকসভা নির্বাচনের আগে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মিছিলের অনুমতিও সহজে পাওয়া যায়নি৷ এক্ষেত্রেও পার্টিকে কাঠখড় পোড়াতে হবে৷ পুজোর আগেই কলকাতায় এসেছিলেন নাড্ডা৷ সেখানে, তিনি নিহত পার্টি কর্মীদের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করেন৷

সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের দিকে দিকে অশান্তি ছড়িয়ে পড়েছে৷ দিলীপের বক্তব্য, কারা অশান্তি করছে তা বোঝাই যাচ্ছে৷ বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারীরাই অশান্তি করছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন৷ পশ্চিমবঙ্গের মতো এত শান্ত এবং নিষ্ক্রিয় পুলিশ কোথাও দেখা যাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 4 =