টিভিতে মুখ দেখানো নেতাদের ডানা ছাঁটল তৃণমূল

কলকাতা: বাংলায় আসন কমলেও ৪ শতাংশ বেড়েছে ভোট৷ লোকসভার ফল ঘোষণার পর জাতীয় রাজনীতির ময়দান কাঁপাতে ফের নয়া ছক তৃণমূলের৷ জাতীয় স্তরে বিজেপি জবাব দিতে মুখপাত্র নিয়োগ করল তৃণমূল৷ একই সঙ্গে জাতীয় টিভিতে মুখ দেখানো নেতাদের ডানা ছেঁটে তৃণমূল৷ সোমবার তৃণমূলের তরফে রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ওব্রায়েনের সই করা নির্দেশে জানানো হয়েছে, এখন থেকে দলের

abea91782d54da8962a608d1471be105

টিভিতে মুখ দেখানো নেতাদের ডানা ছাঁটল তৃণমূল

কলকাতা: বাংলায় আসন কমলেও ৪ শতাংশ বেড়েছে ভোট৷ লোকসভার ফল ঘোষণার পর জাতীয় রাজনীতির ময়দান কাঁপাতে ফের নয়া ছক তৃণমূলের৷ জাতীয় স্তরে বিজেপি জবাব দিতে মুখপাত্র নিয়োগ করল তৃণমূল৷ একই সঙ্গে জাতীয় টিভিতে মুখ দেখানো নেতাদের ডানা ছেঁটে তৃণমূল৷

সোমবার তৃণমূলের তরফে রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ওব্রায়েনের সই করা নির্দেশে জানানো হয়েছে, এখন থেকে দলের পক্ষ থেকে জাতীয় স্তরে ছ’জন বক্তব্য রাখবেন৷ ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারবেন৷ তালিকায় রয়েছেন সৌগত রায়৷ জাতীয় স্তরে বলবেন কাকলী ঘোষ দস্তিদার৷ বলবেন বিধায়ক থেকে সাংসদ হওয়া মহুয়া মৈত্র৷ বারাকপুরে অর্জুন সিংহের কাছে পরাজিত দীনেশ ত্রিবেদীও বলবেন সর্বভারতীয় ক্ষেত্রে৷

পাশাপাশি তৃণমূল সমর্থক বা তৃণমূলের শুভানুধ্যায়ী বলে উল্লেখ করা ব্যক্তিদের ডানাও ছাঁটা হয়েছে৷ কিছু সংবাদ মাধ্যম যে অতিথিরা তৃণমূল সমর্থক বা তৃণমূলের শুভানুধ্যায়ী বলে অভিহিত করেন, তাঁদেরও দলের পক্ষ থেকে কোনও বক্তব্য রাখার উপর চাপানো হয়েছে নিষেধাজ্ঞা৷ শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাই তৃণমূলের পক্ষ থেকে জাতীয় স্তরে কথা বলতে পারবেন৷ এই নির্দেশ ২০ তারিখ থেকেই বলবৎ হবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *