আসানসোল: মঙ্গলবার আসানসোলের পোলো গ্রাউন্ডের সভা থেকে রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মানুষ তৃণমূলকে এবার উচিত শিক্ষা দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
পাশাপাশি তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূলকে ঝটকা দিয়ে নতুন ইতিহাস বানাবে। দিদির সূর্য অস্ত যেতে বসেছে। বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে। তৃণমূল গণতন্ত্রকে হাইজ্যাক করার চেষ্টা করছে। বুথ লুটের জন্য কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করতে নেতা-নেত্রীদের পাঠানো হচ্ছে।
প্রধানমন্ত্রী এদিনও ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের স্পিডব্রেকার বলে কটাক্ষ করেন। তিনি বলেন, স্পিডব্রেকার দিদি নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছেন। মোদিকে গালিগালাজ দিচ্ছেন। এসব আপনারা দেখছেন। মোদিকে নিয়ে দুর্নীতিগ্রস্তদের অনেক বেশি কষ্ট। এখানকার ভোটারদের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করছি। দু’দফার ভোটে আপনারা নিজের নিজের বুথ রক্ষা করে কামাল করেছেন। বাংলার মানুষ এখন তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়ছে। তার জন্য অনেককে প্রাণ দিতে হয়েছে। আপনাদের বলিদান বাংলাকে শক্তি দিচ্ছে। এতদিন বাংলার আওয়াজ দমিয়ে রাখা হয়েছিল। এখানকার মানুষের অধিকার গুন্ডারা ছিনিয়ে নিয়েছে। গরিবের আয় জগাই-মাধাইয়ের গাঁটবন্ধন লুটে নিয়েছে। কংগ্রেস দুর্নীতির রেকর্ড তৈরি করেছিল। তৃণমূল কংগ্রেসকেও টক্কর দিচ্ছে। দুর্নীতি ও অপরাধ তৃণমূলের আমলে ননস্টপ চলছে। বাকি সবকাজে দিদি স্পিডব্রেকার হয়ে রয়েছেন।