তৃণমূল বিরোধী দলের মর্যাদাও পাবে না: মুকুল

কলকাতা : একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায়। ২১শে সভা থেকে নেত্রী দাবি করেছিলেন ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল ২৫০ আসন পাবে। এ প্রসঙ্গে মুকুল রায়ের কটাক্ষ, মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূল নেত্রী, ২০২১-এ তৃণমূল বিরোধী দলের মর্যাদাও হারাবে। তৃণমূল নেত্রী নিদান দিয়েছিলেন দলীয় নেতাদের জনসংযোগ বাড়াতে হবে। মুকুলবাবু এই

তৃণমূল বিরোধী দলের মর্যাদাও পাবে না: মুকুল

কলকাতা : একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায়। ২১শে সভা থেকে নেত্রী দাবি করেছিলেন ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল ২৫০ আসন পাবে। এ প্রসঙ্গে মুকুল রায়ের কটাক্ষ, মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূল নেত্রী, ২০২১-এ তৃণমূল বিরোধী দলের মর্যাদাও হারাবে। তৃণমূল নেত্রী নিদান দিয়েছিলেন দলীয় নেতাদের জনসংযোগ বাড়াতে হবে।

মুকুলবাবু এই নিদান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর কথায়, দলটাই উঠে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আর জনসংযোগ বাড়িয়ে কি হবে? বিধায়ক, মন্ত্রী, পঞ্চায়েত সদস্যেদের বেতন ভাতা বাড়িয়ে তাঁদের দলে রাখার চেষ্টা করছেন তৃণমূলনেত্রী।

অথচ সরকারি কর্মচারী ও শিক্ষকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন-অনশন করছেন, সেদিকে ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর তোপ মুকুল রায়ের। সবশেষে দলবদল নিয়েও তৃণমূল নেত্রীকে একহাত নিয়েছেন তিনি। বিজেপি তৃণমূল মন্ত্রী বিধায়কদের ভাঙিয়ে দলে নিচ্ছে তৃণমূল নেত্রীর এই অভিযোগ নস্যাৎ করে পালটা বলেন, একসময় কংগ্রেস ভেঙেই তৃণমূল কংগ্রেস হয়েছিল, উনি নিজেও কংগ্রেসের সাংসদ ছিলেন। দলবদল আইনসিদ্ধ, প্রত্যেকেরই অধিকার আছে নিজেদের পছন্দের দলে যোগদান করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =