চুঁচড়া: ফের ভোটের প্রচারে বাংলায় নরেন্দ্র মোদি৷ শ্রীরামপুরের কৃষ্ণরামপুরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন মোদি৷ মমতা কটাক্ষ করে মোদি বলেন, ‘‘এতদিন মোদিকে গালি দিতেন যাঁরা, তাঁরা এখন ইভিএমকেও গালি দিচ্ছে৷’’ সোমবার দলবদলের জল্পনাকে উস্কে দিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চ্যালেঞ্জ জানান মোদি৷ সাফ জানিয়ে দেন, ২৩ মের পর তৃণমূলের পতন ঘটবে৷ কারণ তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৪০ জন বিধায়ক৷
নাম না করে বলেন, ‘‘আপনি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, এবার সেই গণতন্ত্রকেই একটু বিশ্বাস করুন৷’’ বাংলা ভোটের সন্ত্রাসের অভিযোগ তুলে বলেন, ‘‘যত দফা যাচ্ছে, বিরোধীদের ভয় তত বাড়ছে৷ আজ, এমন পরিস্থিতি তৈরি হয়েছে দিদির দলের লোকেরাও তাঁকে দেখে ভয় পাচ্ছে৷’’ ভোটের সন্ত্রাস ইস্যুতে বলেন, ‘‘আজ মমতাদির গুণ্ডা ভোটারদের ভোট দিতে দিচ্ছে না৷ আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে৷ তবুও এত বাধার পরও আমাদের কর্মীরা বুথে যাচ্ছেন৷’’
#WATCH Prime Minister Narendra Modi in Serampore, West Bengal: Didi, on 23 May when the results will come, lotus will bloom everywhere and your MLAs will leave you. Even today, didi, 40 of your MLAs are in contact with me. pic.twitter.com/XaZQ4BORwO
— ANI (@ANI) April 29, 2019
সোমবার ভরদুপুরে টানা রোদ ও গরমের মধ্যেও দীর্ঘ ভাষণ দেন মোদি৷ মহাজোট থেকে শুরু করে মোদির আমলের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরেন৷ একই সঙ্গে ‘দিদি’কে কটাক্ষ করেন নমো৷ পুলওয়ামা হামলা নিয়েও মমতাকে খোঁচা দেন প্রধানমন্ত্রী৷ জঙ্গিদের মারলে দিদির ভালো লাগে না বলেও অভিযোগ তোলেন৷ বলেন, ‘‘এই ধরেন লোক কী দেশকে রক্ষা করতে পারবে, যাঁরা সেনার সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন৷’’ এদিনের সভা থেকে নয়া স্লোগান তোলেন মোদি৷ বলেন, ‘‘চুপ চাপ, ফুলফুল সে তৃণমূল সাফ৷’’
এদিন মমতাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘দিদি তোমার দিন শেষ৷ আজ ৪০ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ করছে৷ আগামী ২৩ মের পর থেকে তোমার পতন শুরু হয়ে যাবে৷ দিদি তোমার পায়ের তলার জমি সরে গিয়েছে৷