ব্যান্ডেল স্টেশনের মধ্যেই তৃণমূল নেতাকে গুলি করে খুন

কলকাতা: ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী দিলীপ রামকে গুলি করে খুন৷ মাথায় গুলি লাগার জেরে ওই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ দিলীপবাবু আদতে রেল কর্মী৷ সঙ্গে করেন রাজনীতিও৷ শনিবার সকাল ১০টা নাগাদ নৈহাটি লোকাল

ব্যান্ডেল স্টেশনের মধ্যেই তৃণমূল নেতাকে গুলি করে খুন

কলকাতা: ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী দিলীপ রামকে গুলি করে খুন৷ মাথায় গুলি লাগার জেরে ওই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷

দিলীপবাবু আদতে রেল কর্মী৷ সঙ্গে করেন রাজনীতিও৷ শনিবার সকাল ১০টা নাগাদ নৈহাটি লোকাল ধরার জন্য স্টেশনে যাচ্ছিলেন৷ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তিনি রেল লাইন পার হচ্ছিলেন৷ সেই সময় দু’জন দুষ্কৃতী তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়৷ রেল রাইলেন উপর মুখ থুবড়ে পড়েন তিনি৷ পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান৷ পরে তাঁকে কলকাতায় রেফার করা হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ তবে কারা এই ঘটনায় জড়িত রয়েছে তা এখনও পরিস্কার নয়৷ রাজনৈতিক কারণেই কি এই ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ৷ স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে এলাকার দুষ্কৃতী লালার ভাই রিজু পাসোয়ান৷ অভিযুক্তদের খোঁজ শুরু পুলিশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =