পঞ্চায়েতের কায়দায় লোকসভার ভোট করানোর নিদান তৃণমূল নেতার

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দলের হয়ে ভোটে কাজ করলে, পোলিং এজেন্ট হয়ে ভোট কেন্দ্রে বসলে, তাঁদের দেখে নেওয়ার হুমকি দিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্য। শুধু তাই নয়, পঞ্চায়েতের মতো একই কায়দায় এবারও ভোট হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ফল বেরবার পর বিরোধী দলের হয়ে যারা কাজ করবে,

পঞ্চায়েতের কায়দায় লোকসভার ভোট করানোর নিদান তৃণমূল নেতার

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দলের হয়ে ভোটে কাজ করলে, পোলিং এজেন্ট হয়ে ভোট কেন্দ্রে বসলে, তাঁদের দেখে নেওয়ার হুমকি দিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্য। শুধু তাই নয়, পঞ্চায়েতের মতো একই কায়দায় এবারও ভোট হবে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি ফল বেরবার পর বিরোধী দলের হয়ে যারা কাজ করবে, তাদের ছবি দেখে ইঞ্চিতে ইঞ্চিতে মাপা হবে বলে শাসানো হয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী চোখ রাঙালে তারও উপযুক্ত জবাব দেওয়ার নিদান দিয়েছেন শ্রীমন্তবাবু। তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর কোনও ক্ষমতা নেই। তার প্রমাণ কাশ্মীরে সেখানকার মানুষের ঢিল খেতে হয় তাদের। আর এখানে যদি নিরীহ মানুষের উপর চোখ রাঙায় এবং লাঠি চালাতে আসে, তা হলে ফল ভয়ঙ্কর হবে। অত সহজে জায়গা ছাড়া হবে না।

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অধীন বজবজ-২ ব্লকের কামরা অঞ্চলে ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচারে রাখা পূর্ত কর্মাধ্যক্ষর এমন বক্তব্য ভিডিও আকারে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে ছড়িয়ে গিয়েছে। আর তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী দল সিপিএম, বিজেপি, কংগ্রেস প্রার্থীরা ভিডিওটি নিয়ে পাল্টা প্রচারে নেমেছে। ভোটে তৃণমূল কীভাবে সন্ত্রাস করবে তার প্রমাণ হিসেবে শ্রীমন্তবাবুর ভিডিওটি তুলে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =