বিশেষ পর্যবেক্ষকের অপসারণ চেয়ে কমিশনে তৃণমূল

কলকাতা: রাজ্যে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের অপসারণ দাবি করল তৃণমূল। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের দাবি, কেন্দ্রের শাসকদলের অনুগত বলেই অবসরপ্রাপ্ত এই আধিকারিককে রীতি বহির্ভূতভাবে নিয়োগ করেছে কমিশন। তাই অবিলম্বে তাঁকে সরানোর দাবি করছে তৃণমূল। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হয়ে রাজ্যে এসেই বিতর্কে জড়ান

a14ea1fa9f460d6d00ff8def8d35ff75

বিশেষ পর্যবেক্ষকের অপসারণ চেয়ে কমিশনে তৃণমূল

কলকাতা: রাজ্যে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের অপসারণ দাবি করল তৃণমূল। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের দাবি, কেন্দ্রের শাসকদলের অনুগত বলেই অবসরপ্রাপ্ত এই আধিকারিককে রীতি বহির্ভূতভাবে নিয়োগ করেছে কমিশন। তাই অবিলম্বে তাঁকে সরানোর দাবি করছে তৃণমূল।

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হয়ে রাজ্যে এসেই বিতর্কে জড়ান অজয় নায়েক। রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থাকে ১০ বছর আগের বিহারের সঙ্গে তুলনা করেছিলন তিনি। তৃণমূলের অভিযোগ, বিজেপির শেখানো বুলি আউড়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী গত তিন দফায় ভোটে যেভাবে কাজ করেছে তা নিয়েও আপত্তির কথা তোলেন তৃণমূল নেতারা। বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করাতে উদ্যোগী হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অভিযোগ করেছেন।

এদিন বিশেষ পর্যবেক্ষকের পদে অজয় নায়েকের নিয়োগের বৈধতা নিয়েই চ্যালেঞ্জ করেন ডেরেক। তিনি বলেন, ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের ২বি ধারা লঙ্ঘিত হয়েছে অজয় নায়েকের নিয়োগে। ওই পদে কোনও অবসরপ্রাপ্ত আধিকারিককে বসানো আইনসিদ্ধ নয়। তাঁর মতে, বিজেপির অনুগত বলেই তাঁকে আনা হয়েছে। সেই অনুসারে পক্ষপাতিত্বমুলক আচরণ করে চলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *