অতিমের সভা বাতিল হতেই মার খেল তৃণমূল

আলিপুর: ষষ্ঠ দফার ভোটের পরই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে উত্তেজনা৷ বিজেপি সভাপতি অমিত শাহর সভা বাতিল ঘিরেই গোলমাল বাধে৷ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, তাদের মিছিলে হামলা চালিয়েছে বিজেপি৷ দক্ষিণ ২৪ পরগণায় এমনিতেই বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। তারপর থেকে নজরদারিও বেড়েছে। কিন্তু তারপরও গোলমালের ঘটনা এড়ানো গেল না৷ কী

4e5054d6e1dcd5e080efecdc45f0325b

অতিমের সভা বাতিল হতেই মার খেল তৃণমূল

আলিপুর: ষষ্ঠ দফার ভোটের পরই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে উত্তেজনা৷ বিজেপি সভাপতি অমিত শাহর সভা বাতিল ঘিরেই গোলমাল বাধে৷ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, তাদের মিছিলে হামলা চালিয়েছে বিজেপি৷

দক্ষিণ ২৪ পরগণায় এমনিতেই বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। তারপর থেকে নজরদারিও বেড়েছে। কিন্তু তারপরও গোলমালের ঘটনা এড়ানো গেল না৷ কী কারণে গোলমাল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারা হামলা চালাল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এমনিতেই ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্যের কয়েকটি লোকসভা কেন্দ্রে গোলমালের খবর এসেছে। তারপর দিনই এই ঘটনা ঘটল। দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে শেষ দফায়। এখন জোর কদমে প্রচার করছে রাজনৈতিক দলগুলি। আজই এসেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

কয়েক ঘণ্টা আগেই বিজেপি সভাপতি অমিত শাহর একটি সভা বাতিল করে প্রশাসন৷  আজ রাজ্যের তিন জায়গায় সভা করার কথা ছিল বিজেপি সভাপতির৷ কিন্তু যাদবপুরে সভার অনুমতি দেয়নি প্রশাসন। এমতাবস্থায় জয়নগরের সভা থেকে পাল্টা রাজ্য প্রশাসনকে কলা চ্যালেঞ্জের মুখে ফেললেন অমিত।

তিনি বললেন, ‘মমতা দিদি আমি এই বাংলায় দাঁড়িয়ে জয় শ্রী রাম বলছি। আর কলকাতার দিকে রওনা হচ্ছি। আপনার যদি সাহস থাকে তাহলে আমায় গ্রেফতার করুন।’ দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন অমিত। তিনি বলেন, ‘আমার তিন জায়গায় সভা করার কথা ছিল। এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে লড়ছেন। মমতা ভয় পেলেন আমি সভা করলে ভাইপো হেরে যেতে পারেন। তাই আমার সভার অনুমতি বাতিল করে দিলেন তিনি। শুধু অমিত নন একদিনের মধ্যে বিজেপির একাধিক শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *