বহিরাগত মুকুলকে রুখতে নয়া দাবি তৃণমূলের

কলকাতা: শেষ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে চূড়ান্ত বিড়ম্বনায় পড়লেন মুকুল রায়৷ বহিরাগত মুকুলকে নজরবন্দি করতে নির্বাচন কমিশনে গেল তৃণমূল৷ এ রাজ্যের ভোটার না হওয়া সত্ত্বেও কীভাবে প্রচার পর্ব শেষ হওয়ার পরেও এ রাজ্যে রয়েছেন বিজেপি নেতা? তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিলেন তৃণমূলের আইনজীবী সঞ্জয় বসুর৷ একই সঙ্গে মুকুলের উপরে যাতে বিশেষ

বহিরাগত মুকুলকে রুখতে নয়া দাবি তৃণমূলের

কলকাতা: শেষ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে চূড়ান্ত বিড়ম্বনায় পড়লেন মুকুল রায়৷ বহিরাগত মুকুলকে নজরবন্দি করতে নির্বাচন কমিশনে গেল তৃণমূল৷ এ রাজ্যের ভোটার না হওয়া সত্ত্বেও কীভাবে প্রচার পর্ব শেষ হওয়ার পরেও এ রাজ্যে রয়েছেন বিজেপি নেতা? তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিলেন তৃণমূলের আইনজীবী সঞ্জয় বসুর৷ একই সঙ্গে মুকুলের উপরে যাতে বিশেষ নজরদারি চালানো হয়, সেই দাবিও জানানো হয়েছে তৃণমূলের তরফে।

ভোটার হিসেবে দিল্লি থেকে ভোট দেন মুকুল রায়৷ সেখানকার ভোটার তালিকাতেই নাম রয়েছে তাঁর। ষষ্ঠ দফার ভোটে দিল্লি থেকে ভোট দিয়ে ফেরার সময়ই বিমানবন্দর ও ভিআইপি রোডে কয়েক মিনিটের ব্যবধানে দু’বার তল্লাশি চালানো হয় এই বিজেপি নেতার গাড়িতে৷ দু’দিন আগে নাগেরবাজারেও একটি গেস্ট হাউজে মুকুলের উপস্থিতিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা?

তৃণমূলের অভিযোগ, এ রাজ্যে মুকুল রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সুবিধা পাচ্ছে বিজেপি। আবার তাঁর হাত ধরেই রাজ্যে ভোট কিনতে বিজেপি বিপুল পরিমাণ টাকা পাচার করছে বলেও অভিযোগ করেছে শাসক শিবির৷

রবিবার শেষ দফায় রাজ্যের নয় আসনে ভোটগ্রহণ। আগের দফাগুলি থেকে শিক্ষা নিয়ে এবারে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন৷ এতকিছুর পর এবার কি মুকুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কমিশন? সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *