নগদ টাকা ছড়িয়ে সভায় ভিড় টানছে তৃণমূল? ভাইরাল ভিডিও

কলকাতা: নগদ টাকার টোপ দিয়েই কি তৃণমূলের সভায় আনা হয়েছিল গ্রামবাসীদের? গত শুক্রবার অনুব্রত মণ্ডলের সভা শেষে সভাস্থলে এক তৃণমূল নেতার প্রকাশ্যে টাকা বিলি ইঙ্গিত করেছে তেমনই। ভাইরাল হওয়া এক ভিডিওতে প্রকাশ্যে সভাস্থলে টাকা বিলি করতে দেখা গিয়েছে তৃণমূলের বোলপুর লাগোয়া শিঙ্গি অঞ্চল সভাপতি অপূর্ব চক্রবর্তীকে। যা নিয়ে চরম বিতর্ক দানা বেঁধেছে। ওই তৃণমূল নেতার

6dfaa3d10d3c7daf82bbce2e99f36c2c

নগদ টাকা ছড়িয়ে সভায় ভিড় টানছে তৃণমূল? ভাইরাল ভিডিও

কলকাতা: নগদ টাকার টোপ দিয়েই কি তৃণমূলের সভায় আনা হয়েছিল গ্রামবাসীদের? গত শুক্রবার অনুব্রত মণ্ডলের সভা শেষে সভাস্থলে এক তৃণমূল নেতার প্রকাশ্যে টাকা বিলি ইঙ্গিত করেছে তেমনই। ভাইরাল হওয়া এক ভিডিওতে প্রকাশ্যে সভাস্থলে টাকা বিলি করতে দেখা গিয়েছে তৃণমূলের বোলপুর লাগোয়া শিঙ্গি অঞ্চল সভাপতি অপূর্ব চক্রবর্তীকে। যা নিয়ে চরম বিতর্ক দানা বেঁধেছে।

ওই তৃণমূল নেতার অবশ্য দাবি, তিনি সভায় আসা কর্মীদের গাড়ি ভাড়া দিয়েছেন। এই প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, “ভোট কেনার জন্যই টাকা বিলি করছিলেন ওই তৃণমূল নেতা। কমিশনের উচিত তাকে অবিলম্বে গ্রেপ্তার করা।” শুক্রবার বোলপুরের শিঙ্গি গ্রামের ফুটবল মাঠে সভা ছিল তৃণমূলের। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। সভা শেষে দেখা গেছে সভাস্থল থেকে কর্মীদের ও আদিবাসী মহিলাদের টাকা দিচ্ছেন শিঙ্গি অঞ্চলের দলের সভাপতি অপূর্ব চক্রবর্তী। একটি ভিডিওতে তাঁকে স্পষ্ট টাকা দিতে দেখা যাচ্ছে৷ নির্বাচন ঘোষণার পর এভাবে দলীয় সভাস্থল থেকে টাকা বিলি করা আদর্শ নির্বাচন বিধির বিরুদ্ধ। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিরোধীরা বলে জানা গিয়েছে। তবে, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *