কলকাতা: ভোট শেষ। কিন্তু তারপরেও শাসকদলের অন্তর্দ্বন্দ্ব অব্যাহত। রবিবার ভোটপর্ব চলাকালীন শাসকদলের দুই গোষ্ঠীর বাগবিতণ্ডায় মাঝেমধ্যে তপ্ত হয়েছে কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন এলাকা। রাতে তা চরম আকার নেয়।
দুই গোষ্ঠী তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় শাসকদলের কার্যালয় ও পার্শ্ববর্তী একটি ক্লাব। ঘটনার রেশ ছিল সোমবার সকাল পর্যন্ত। মানিকতলা মেন রোডে রয়েছে টানটান উত্তেজনা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, মাথা ঠান্ডা রাখতে বললেও শোনে না ওরা।
দু’পক্ষেরই ইগোর সমস্যা। কে বড়, কে ছোট তা নিয়ে ঝামেলা। আমি নিষেধ করেছিলাম। বললাম, মানুষ এসব ভালো চোখে নেয় না। কিন্তু শুনল না। এবার আইন আইনের পথে চলুক। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। এলাকার তৃণমূল কাউন্সিলার শান্তিরঞ্জন কুণ্ডুর কথায়, দুই গোষ্ঠীর লড়াইয়ে এলাকার মানুষ তিতিবিরক্ত। মানিকতলা থানার পুলিস গিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে।