কলকাতা: কোথায় ভাঙল তৃণমূলের বুথ অফিস৷ কোথায় আবার বিজেপির ক্যাম্পে হামলা৷ কোথায় জ্বালিয়ে দেওয়া হল গোটা ক্যাম্প৷ রবিবার শেষ দফার ভোটেও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এল একের পর এক অভিযোগ৷
অভিযোগ, এদিন সকাল সাড়ে ১১টা নাহাদ। কামারহাটিতে ২৪ নম্বর ওয়ার্ডের ২৩ এবং ২৪ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের ওই ক্যাম্প অফিস ভাঙচুর করেছে। অন্যদিকে, ফলতায় বুথের ২০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে৷
বসিরহাটে বিজেপির বুথ ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে। খবর পেয়ে এর পরই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বসিরহাটের ট্যাটরায় অবস্থান শুরু করেছেন তিনি। ১৭৫ নম্বর বুথের সামনে অবৈধ জমায়েত হচ্ছে বলে অভিযোগ তাঁর। সেই জমায়েত না সরা পর্যন্ত এলাকা ছাড়বেন না, জানিয়েছেন সায়ন্তন বসু৷ অন্যদিকে, নিউটাউনের কদমপুর এলাকার ২০১ নম্বর বুথে দুষ্কৃতীরা বুথের কাছে শনিবার রাতে বিজেপির ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।