২১-এর সভায় জমায়েত নিয়ে দুশ্চিন্তায় তৃণমূল

কলকাতা: বানভাসি উত্তরবঙ্গ৷ আর তারই মাঝে একুশের জুলাইয়ের সভায়৷ ফলে, বানভাসী উত্তরবঙ্গ থেকে লোক আনতে দুঃশ্চিন্তায় তৃণমূল৷ আশঙ্কার খোদ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের৷ হাতে বাকি আর মাত্র তিনদিন৷ চলছে জোরকদমে প্রচার৷ ২১-এর সভার জন্য প্রতিবছরই উত্তরবঙ্গ থেকে দু’তি দিন আগে চলে আসেন কর্মীরা৷ কিন্তু, এবার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এখনও তেমন

3886dd88047c0adf5405901ce58c2e52

২১-এর সভায় জমায়েত নিয়ে দুশ্চিন্তায় তৃণমূল

কলকাতা: বানভাসি উত্তরবঙ্গ৷ আর তারই মাঝে একুশের জুলাইয়ের সভায়৷ ফলে, বানভাসী উত্তরবঙ্গ থেকে লোক আনতে দুঃশ্চিন্তায় তৃণমূল৷ আশঙ্কার খোদ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের৷

হাতে বাকি আর মাত্র তিনদিন৷ চলছে জোরকদমে প্রচার৷ ২১-এর সভার জন্য প্রতিবছরই উত্তরবঙ্গ থেকে দু’তি দিন আগে চলে আসেন কর্মীরা৷ কিন্তু, এবার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এখনও তেমন কোনও সমর্থককে দেওয়া যায়নি আগাম সভায় আসতে৷

গত লোকসভা ভোটে ইভিএম ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারের একুশে জুলাই একদিকে যেমন ধর্মনিরপেক্ষ শক্তির সমাবেশ, তেমনই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনী সংস্কারের ডাক দিতে চলেছেন দলনেত্রী৷

১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতা মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন৷ সেখানেই পুলিসের সঙ্গে সংঘাতে ১৩ জন মারা যান৷ পরের বছর থেকে মমতা এই দিনটিকে শহিদ দিবস হিসেবে স্মরণ করে আসছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *