ব়্যাফ নামিয়ে ভাটপাড়া পুরসভায় দখলের প্রস্তুতি তৃণমূলের

বারাকপুর: আজ, অর্জুন সিংয়ের ভাগ্য পরীক্ষা৷ ঘাসফুল ছেড়ে বিজেপিতে নাম লেখানো অর্জুনের বিরুদ্ধে আজ অনাস্থা আনতে চলেছে তৃণমূল৷ ভাটপাড়া পুরসভা দখলে তৃণমূলের তরফেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ চলছে বৈঠক৷ অনাস্থা ভোট ঘিরে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেই কারণে সপ্তাহের প্রথম দিয়ে পুরসভার সমস্ত কাজ বন্ধ রেখে দু’টি গেলে ঝোলানো হয়েছে তালা৷ নামানো হয়েছে

eb01b0333ad3e273aa5bd88e197a3b39

ব়্যাফ নামিয়ে ভাটপাড়া পুরসভায় দখলের প্রস্তুতি তৃণমূলের

বারাকপুর: আজ, অর্জুন সিংয়ের ভাগ্য পরীক্ষা৷ ঘাসফুল ছেড়ে বিজেপিতে নাম লেখানো অর্জুনের বিরুদ্ধে আজ অনাস্থা আনতে চলেছে তৃণমূল৷ ভাটপাড়া পুরসভা দখলে তৃণমূলের তরফেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ চলছে বৈঠক৷ অনাস্থা ভোট ঘিরে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেই কারণে সপ্তাহের প্রথম দিয়ে পুরসভার সমস্ত কাজ বন্ধ রেখে দু’টি গেলে ঝোলানো হয়েছে তালা৷ নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ পুরসভা ঘিরে রেখেছে ব়্যাফ৷

সোমবার এই অনস্থা ভোটের প্রসঙ্গে ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংয়ের মন্তব্য, ‘‘এটা বেআইনি ভাবে করা হচ্ছে৷ কারণ, ১৫ দিনের আগেই আজ অনাস্থা আনা হয়েছে৷ গোপন ব্যালটের পরিবর্তে ধ্বনি ভোটে অনাস্থা আনা হচ্ছে৷ এটা বেআইনি৷ আমি এর তীব্র প্রতিবাদ করব৷’’

বিধায়ক তথা ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং বিজেপিতে যোগদান করেছেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছেন কাউন্সিলররা৷ ২১ জন কাউন্সিলর সম্মিলিত হয়ে খসড়ায় সই করে অনাস্থা প্রস্তাবের চিঠি গিয়েছে মহকুমা শাসককের কাছে৷ আজ, সেই চিঠির ভিত্তিতে অনাস্থা আনা হচ্ছে তৃণমূলের তরফে৷

অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে পড়েছিল৷ তাঁর হাত ধরে ২২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছিল। সেই জল্পনায় জল ঢেলে একত্রিত হয়েছেন ২১ জন কাউন্সিলর৷ এখনও চারজন কাউন্সিলর তৃণমূলের সঙ্গে রয়েছে বলে দাবি তৃণমূলের৷ নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে চেয়ারম্যানকে বৈঠক ডাকতে হবে৷ তিনি না ডাকলে ভাইস চেয়ারম্যান বৈঠক ডাকবেন৷ তারপর ১৫ দিনের মধ্যে মহকুমা শাসকের তত্ত্বাবধানে আস্থা ভোট হবে৷ অর্জুনের অভিযোগ, ১৪ দিনের মাথায় তৃণমূল বৈঠক ডেকে অনাস্থা আনতে চলেছে৷ ভাটপাড়া পুরসভায় কাউন্সিলরের সংখ্যা ৩৫ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৪-এর ৩৩ জন তৃণমূলের, একজন সিপিএমের কাউন্সিলর। এখন কার পক্ষে কত ভোট পড়ে, সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *