কলকাতা: নির্বাচনী প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূলের ৪০ বিধায়ক৷ এবার ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূলের সঙ্গে ৬০ জন বিধায়ক নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ৷ একই দাবি দিলীপের৷ মোদি-দিলীপ-অর্জুনের এই দাবি প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷
শুক্রবার সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ধুস৷ কে কি বলছে, আমরা ভাবছি না৷ তৃণমূলের একজন বিধায়কও যাবে না৷’’ পার্থবাবু দাবি, ‘‘তৃণমূলের এমন কোউ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া জিততে পারবে৷ আর বিজেপি বড় বড় কথা বলছে৷ মোদিকে দেখে বাংলার মানুষ বিধানসভায় ভোট দেবে? এটা হয় নাকি কখনও৷ কটা আসন পেয়ে ওরা যা খুশি বলে বেরাচ্ছে৷’’
জয়ের পর সাংবাদমাধ্যমে অর্জুন জানান, তৃণমূলে ভাঙন এখন সময়ের অপেক্ষা৷ তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন অর্জুন৷ বলেন, ‘‘তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ খুব শীঘ্রই ফল পাওয়া যাবে৷ অনেক বড় বড় মাথারা আছে যাঁরা বিজেপিতে যোগ দিতে চাইছে৷ আমার সঙ্গে অন্তত ৬০ জন তৃণমূল বিধায়ক যোগাযোগ করছে৷’’ একই দাবি করেছেন দিলীপ ঘোষ৷ দিল্লি যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল নেতাদের তালিকা তৈরি করা হচ্ছে৷ ২০২১-এর রাজ্য বিধানসভা ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে৷’’