ফের ভাঙছে তৃণমূল! বিজেপির যোগ দিচ্ছেন ৪-৫ জন বিধায়ক?

নয়াদিল্লি: ফের ভাঙনের আশঙ্কা তৃণমূলে৷ দলবদল করতে চলছেন আরও বেশ কয়েকজন বিধায়ক৷ আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির দিল্লির অফিস থেকে দলবদল করতে পারেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক৷ মঙ্গলবার বিজেপিতে যোগ দেন বাংলার তিন বিধায়ক৷ বিজেপির তরফে দাবি করা হয়েছে, খুব সম্ভবত আজই ৪ থেকে ৫ জন তৃণমূল বিধায়ক দল বদল করতে পারেন৷ যদিও কারা দলবদল করছেন,

ফের ভাঙছে তৃণমূল! বিজেপির যোগ দিচ্ছেন ৪-৫ জন বিধায়ক?

নয়াদিল্লি: ফের ভাঙনের আশঙ্কা তৃণমূলে৷ দলবদল করতে চলছেন আরও বেশ কয়েকজন বিধায়ক৷ আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির দিল্লির অফিস থেকে দলবদল করতে পারেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক৷ মঙ্গলবার বিজেপিতে যোগ দেন বাংলার তিন বিধায়ক৷

বিজেপির তরফে দাবি করা হয়েছে, খুব সম্ভবত আজই ৪ থেকে ৫ জন তৃণমূল বিধায়ক দল বদল করতে পারেন৷ যদিও কারা দলবদল করছেন, তাঁদেক নামের তালিকা জানানো হয়নি৷ শুধু চমকের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে৷ বিজেপির দপ্তর থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম, দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরি, শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগ দিতে পারেন৷

মঙ্গলবার প্রত্যাশা মতোই বিজেপিতে যোগ দেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়৷ মঙ্গলবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি৷ শুভ্রাংশু ছাড়া বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম দেবেন্দ্র রায়ও বিজেপিতে যোগ দেন৷ এছাড়াও কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ১৭জন কাউন্সিলারও বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া নৈহাটি পুরসভার ২৯জন কাউন্সিলরও বিজেপিতে যোগ দিলেন। এর ফলে এই তিন পুরসভা বিজেপির হাতে চলে গেল৷ কাঁকড়াপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভার ৫০জন কাউন্সিলর যোগ দিলেন গেরুয়া শিবিরে। কাঁচড়াপাড়া পুরসভার ২৪ জনের মধ্যে ১৭জন, হালিশহর পুরসভার ২৪ জনের মধ্যে ১৭জন ও নৈহাটি ৩১জনের মধ্যে ২৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *