কলকাতা: ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ ১৪৪ ধারা জারির পরও দফায় দফায় অশান্তি-বোমাবাজির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল বলেল, ‘‘যেভাবেই হোক ভাটপাড়ায় শান্তি ফিরিয়ে আনা জরুরি৷ এই বিষয়ে উদ্যোগ নিতে হবে সব পক্ষকেই৷’’
রাজ্যপালের বিবৃতি জানার পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ভাটপাড়ায় শান্তি ফেরানোর জন্য রাজ্যপাল যদি কোনও উদ্যোগ নিতে চান, তাহলে তিনিও সেটা নিতে পারেন৷ তাতে তৃণমূলের কোনও আপত্তি নেই৷
কিন্তু, প্রশ্ন উঠছে, গত দেড় মাস ধরে চলা ভাটপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন ব্যর্থ পুলিশ? দফায় দফায় অশান্তির পরও কেন এই অচলাবস্থা? ১৪৪ ধারা জারি করে, গোটা উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেও কেন ভাটপাড়াকে শান্ত করা যাচ্ছে না৷ দায় কার?