ভোটের মুখে ৪০০ নেতার নিরাপত্তা বাড়াল সরকার

শ্রীনগর: জম্মু কাশ্মীরের ৪০০ জনেরও বেশি নেতার নিরাপত্তা ব্যবস্থা ফের চালু করল সরকার। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর তাদের ওপর থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়। সরকারের এই আদেশের তীব্র বিরোধিতা করে রাজনৈতিক দলগুলি। নির্বাচন কমিশনের কাছে সবকটি দল এনিয়ে অভিযোগ জানিয়েছিল। তাদের অভিযোগ, এটা ভোট বানচাল করার একটা চক্রান্ত। গতবছর থেকেই জম্মু কাশ্মীরে চলছে রাষ্ট্রপতির

ভোটের মুখে ৪০০ নেতার নিরাপত্তা বাড়াল সরকার

শ্রীনগর: জম্মু কাশ্মীরের ৪০০ জনেরও বেশি নেতার নিরাপত্তা ব্যবস্থা ফের চালু করল সরকার। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর তাদের ওপর থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়।

সরকারের এই আদেশের তীব্র বিরোধিতা করে রাজনৈতিক দলগুলি। নির্বাচন কমিশনের কাছে সবকটি দল এনিয়ে অভিযোগ জানিয়েছিল। তাদের অভিযোগ, এটা ভোট বানচাল করার একটা চক্রান্ত। গতবছর থেকেই জম্মু কাশ্মীরে চলছে রাষ্ট্রপতির শাসন। এখানে ১১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাঁচদফায় ভোটগ্রহণ হবে। শুক্রাবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, ৯০০ নেতার ওপর অপ্রয়োজনীয় নিরপত্তা বলয় সরিয়ে ২৭৬৮ পুলিশকর্মীকে অন্য কাজে লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =