রেল যাত্রীদের জন্য সুখবর শোনাল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল

কলকাতা: আরও এক দফায় আজ উত্তরবঙ্গমুখী কয়েকটি ট্রেন চালনোর সিদ্ধান্ত নিল রেল৷ একই সঙ্গে দক্ষিণবঙ্গমুখী ট্রেন চালাবে বলে রেলের তরফে জানানো হয়েছে৷ পূর্ব রেল সূত্রে খবর, আজ আপ ও ডাউনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া শতাব্দী এক্সপ্রেস, দার্জিলিং মেল থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও কলকাতা যোগবাণী এক্সপ্রেস চালানো হবে৷ আজ ডাউন লাইনের হলদিবাড়ি থেকে কলকাতা এক্সপ্রেস

রেল যাত্রীদের জন্য সুখবর শোনাল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল

কলকাতা: আরও এক দফায় আজ উত্তরবঙ্গমুখী কয়েকটি ট্রেন চালনোর সিদ্ধান্ত নিল রেল৷ একই সঙ্গে দক্ষিণবঙ্গমুখী ট্রেন চালাবে বলে রেলের তরফে জানানো হয়েছে৷

পূর্ব রেল সূত্রে খবর, আজ আপ ও ডাউনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া শতাব্দী এক্সপ্রেস, দার্জিলিং মেল থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও কলকাতা যোগবাণী এক্সপ্রেস চালানো হবে৷ আজ ডাউন লাইনের হলদিবাড়ি থেকে কলকাতা এক্সপ্রেস থেকে শুরু করে পদাতিক এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি থেকে দীঘা এক্সপ্রেস ছাড়বে বলে জানানো হয়েছে৷ আপে কলকাতা থেকে হলদিবাড়ি এক্সপ্রেস চলবে আগামী শনিবার৷ আপ পদাতিক এক্সপ্রেসও আজ ছাড়বে বলে খবর৷

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আটকে পড়া যাত্রীদের গন্তব্যে ফেরাতে সাঁতরাগাছি থেকে শিলচর রুটে আজ স্পেশাল একটি ট্রেন চালানো হবে৷ সাঁতরাগাছি থেকে ইতিমধ্যেই তা ছেড়ে গিয়েচে৷ তাণ্ডবের জেরে সিগন্যাল ব্যবস্থা ভেঙে পড়ায় ধীর গতিতে চলছে রেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =