ভাইফোঁটার উপহার! দিদি’র কানন ফিরে পেলেন নিরাপত্তা

কলকাতা: দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিলেন৷ সেই নিশ্চয়তা ভাঙতে নতুন করে রাজনৈতিক দলের নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ দিল্লিতে গিয়ে বিজেপিতে লিখিয়েছিলেন নাম৷ কিন্তু, বিজেপিতে নাম লেখানোর পর থেকেই নিরাপত্তা উঠে গিয়েছিল৷ কিন্তু, সেসব এখন অতীত৷ দিদির থেকে ফোঁটা নিতেই হাতে হাতে মিলল সুফল! ভাতৃদ্বিতীয়া দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে

ভাইফোঁটার উপহার! দিদি’র কানন ফিরে পেলেন নিরাপত্তা

কলকাতা: দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিলেন৷ সেই নিশ্চয়তা ভাঙতে নতুন করে রাজনৈতিক দলের নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ দিল্লিতে গিয়ে বিজেপিতে লিখিয়েছিলেন নাম৷ কিন্তু, বিজেপিতে নাম লেখানোর পর থেকেই নিরাপত্তা উঠে গিয়েছিল৷ কিন্তু, সেসব এখন অতীত৷ দিদির থেকে ফোঁটা নিতেই হাতে হাতে মিলল সুফল!

ভাতৃদ্বিতীয়া দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও রত্না বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী হাত থেকে নিয়েছিলেন ফোঁটা৷ সূত্রের খবর, দীর্ঘ দিন পর শোভনকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বাস্থ্যের হাল জানতে চান৷ কেন তিনি লেকের ধারে হাঁটতে যাচ্ছে না? জবাবে বৈশাখীদেবী জানান, নিরাপত্তার কারণে তিনি যেতে পারছেন না৷ বিষয়টি বুঝতে খুব বেশি দেরি করেননি দিদি৷ প্রিয় কাননের নিরাপত্তাহীনতার কথা শুনতেই অবেশেষে পদক্ষেপ৷

জানা গিয়েছে, গত ১৪ আগস্ট বিজেপিতে নাম লেখানোর পর শোভনবাবু নিরাপত্তা তুলে নেওয়া হয়৷ এবার প্রায় আড়ায় মাস পর শোভনবাবুর নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের৷ গতকাল রাত থেকেই শোভনের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে গিয়েছে ছয় সদস্যের আইবির বিশেষ দল৷ গতরাত থেকেই নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছেন তাঁরা৷ শোভনের নিরাপত্তার দায়িত্বে থাকা সেই পুরানো কর্মীদের নতুন করে ফিরিয়ে আনা হয়েছে বলে খবর৷ এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে থাকলেও তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার৷

এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি কাউকে নিরাপত্তা দেবে বলে দলে আনে না৷ দীর্ঘদিন ধরেই শোভনবাবুর নিরাপত্তা ছিল৷ কিন্তু হঠাৎ রাজ্য সরকার তাঁর নিরাপত্তা তুলে নিয়েছিল৷ আর এখন এমন কি বা হল, ফের শোভববাবুর নিরাপত্তা ফিরিয়ে দিতে হল? মুখ্যমন্ত্রী কি কাশ্মীরের ভয়ে নিরাপত্তা বাড়িয়ে দিলেন? কেন নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন দেওয়া হল, সেই বিষয়টি রাজ্য সরকারি বলতে পারবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *