চতুর্থ দফার ভোটেও অশান্তির আশঙ্কা, সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: সোমবার চতুর্থ দফায় ভোট৷ এবারের ভোটে বুথের বাইরে কোনও এলাকায় অশান্তি বাধলে সেখানে দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর, মোট ৮৮টি এমন কুইক রেসপন্স টিম থাকছে আটটি লোকসভা কেন্দ্রের জন্য। তবে শেষ পর্যন্ত আটটি লোকসভা কেন্দ্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী

edb143a889fc0acd6db901fa1f93f105

চতুর্থ দফার ভোটেও অশান্তির আশঙ্কা, সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: সোমবার চতুর্থ দফায় ভোট৷ এবারের ভোটে বুথের বাইরে কোনও এলাকায় অশান্তি বাধলে সেখানে দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে৷

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর, মোট ৮৮টি এমন কুইক রেসপন্স টিম থাকছে আটটি লোকসভা কেন্দ্রের জন্য। তবে শেষ পর্যন্ত আটটি লোকসভা কেন্দ্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাচ্ছে না। আসানসোল ও বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি পাঁচটি বিধানসভার অল্প কিছু বুথে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে ভোট হবে। কমিশন সূত্রে খবর, আটটি লোকসভা কেন্দ্রে সার্বিকভাবে ৯৮.৮ শতাংশ বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷

জানা গিয়েছে, চতুর্থ দফার জন্য ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হলেও তা সবটা পাওয়া যায়নি। এই কারণে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাচ্ছে না। এই দফায় মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৯,৮০৪টি। তার মধ্যে ৯,৬৮৫টি কেন্দ্রেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ পর্যবেক্ষক মহলের আশঙ্কা, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমের মতো গুরুত্বপূর্ণ লোকসভা আসনে সব বুথে বাহিনী না থাকলে প্রথম তিন দফার আশান্তি চতুর্থ দফাতেও দেখা যেতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *