বিজেপির দখলে থাকা পুরসভা নিয়ে নয়া হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

কলকাতা : বনগাঁ ও হালিশহরে মুখ পুড়লেও বিজেপির দখলে চলে যাওয়া বাকি পুরসভাগুলিতেও অনাস্থা আনতে চায় তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ফের এই হুঁশিয়ারি দিলেন। এদিন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকার অশান্তিতে ক্ষতিগ্রস্থদের সরকারি ক্ষতিপূরণ দিতে এসে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায় ২০২১ সাল অনেক

c004b7702d571875e21b2ee4f56b5c03

বিজেপির দখলে থাকা পুরসভা নিয়ে নয়া হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

কলকাতা : বনগাঁ ও হালিশহরে মুখ পুড়লেও বিজেপির দখলে চলে যাওয়া বাকি পুরসভাগুলিতেও অনাস্থা আনতে চায় তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ফের এই হুঁশিয়ারি দিলেন।

এদিন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকার অশান্তিতে ক্ষতিগ্রস্থদের সরকারি ক্ষতিপূরণ দিতে এসে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায় ২০২১ সাল অনেক দূর, তাঁর আগেই বিজেপির থেকে সব পুরসভা ছিনিয়ে আনতে অনাস্থা আনা হবে। রাজ্যের আইনশৃঙ্খলা অবস্থার অবনতি নিয়ে বিজেপির অবরোধ বিক্ষোভ কর্মসূচীকেও কটাক্ষ করেছেন খাদ্যমন্ত্রী। তাঁর কথায় বিধানসভা ভোট দুবছর পর, ওরা যদি পারে এই দুবছর ধরেই অবরোধ করুক।

হালিশহর প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি হাইকোর্টকে বিপথে চালিত করেছে। প্রত্যেক কাউন্সিলরকেই চিঠি দেওয়া হয়েছিল অথচ ওরা সেটা অস্বীকার করে শুধু হোয়াটসঅ্যাপ নিয়েই মামলা করেছিল। তাঁর দাবি পরবর্তী শুনানিতে আমরা সব প্রমান কোর্টকে দেব।ভাটপাড়া-কাঁকিনাড়াতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে শুক্রবার দেওয়া হল অনুদান।

এদিন ব্যারাকপুরের মহকুমা শাসকের দফতর থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ১০ কেজি চাল, ১০ কেজি আটা, ও ২ কেজি সরষের তেল সহ নগদ ১৮৭০০ টাকা সাহায্য দেওয়া হল। ক্ষতিগ্রস্ত ৪৬ টি দোকানের মালিকদের মোট ৫৬ লক্ষ টাকা সাহায্য করছে রাজ্য সরকার বলে জানালেন খাদ্যমন্ত্রী। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ৮২ লক্ষ টাকার অর্থ সাহায্য করা হয়েছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকার মানুষদের বলেও দাবি করেছেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক চৈতালি চক্রবর্তী সহ ব্যারাকপুর মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *