প্রথম ছাত্র ভোটেই ‘লালে-লাল’ প্রেসিডেন্সি, নিশ্চিহ্ন সবুজ-গেরুয়া!

কলকাতা: দু’বছর পর ছাত্র সংসদ নির্বাচনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিজেদের দখলে রাখল এসে এসএফআই৷ ৯ বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা দখল করল বাম ছাত্র সংগঠন৷ প্রায় আড়াই বছর পর প্রথম ছাত্র সংসদ নির্বাচনেই উঠড় লাল ঝড় আবির৷ বেসামাল সবুজ-গেরুয়া৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ১১৫টি আসনের মধ্যে ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি আসনে জয়লাভ করে গিয়েছে এসএফআই৷ এসএফআইয়ের দখলে গিয়েছে

aeb2eafb3ac45f8e4335d9b619cddb86

প্রথম ছাত্র ভোটেই ‘লালে-লাল’ প্রেসিডেন্সি, নিশ্চিহ্ন সবুজ-গেরুয়া!

কলকাতা: দু’বছর পর ছাত্র সংসদ নির্বাচনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিজেদের দখলে রাখল এসে এসএফআই৷ ৯ বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা দখল করল বাম ছাত্র সংগঠন৷ প্রায় আড়াই বছর পর প্রথম ছাত্র সংসদ নির্বাচনেই উঠড় লাল ঝড় আবির৷ বেসামাল সবুজ-গেরুয়া৷

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ১১৫টি আসনের মধ্যে ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি আসনে জয়লাভ করে গিয়েছে এসএফআই৷ এসএফআইয়ের দখলে গিয়েছে ৫৮টি আসন৷ আইসি জিতেছে ৫২টিতে৷

একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ পদগুলিও দখল করে রাখতে পেরেছে এসএফআই৷ জোর টেক্কা দিয়েছে স্বাধীনচেতা আইসি৷ তৃণমূল ছাত্র সংগঠন ৫ ছাত্র প্রতিনিধিকে জিতেছে মাত্র৷ প্রেসিডেন্সির অন্দরেই প্রবেশ করতে পারেনি গেরুয়া শিবির৷

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি থেকে সহ-সভাপতি৷ সাধারণ সম্পাদক থেকে সহ-সাধারণ সম্পাদক ও ছাত্রী কমনরুম সম্পাদকের পাঁচ পদে এসএফআই৷

২০১০ সালে তিনটি গুরুত্ব আসনে জিতেছিল টিএমসিপি৷ ২০১৯ সালে তৃণমূল সরকারে আমলে অদৃশ্য কারণে শাসকদলের ছাত্র সংগঠন৷ রাজ্যের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র সংগঠনের জয়জয়কার নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *