আগুন ফেলে রাস্তা সাফাইয়ে নামল দমকল, ক্ষোভ কর্মী মহলে!

কলকাতা: আগুন নেভানোর পাশাপাশি এবার শহর কলকাতার রাজপথ জল দিয়ে পরিষ্কার করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল রাজ্য দমকল বিভাগ৷ সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে দমকল বিভাগ সপ্তাহে দু’তিন দিন শহরের রাস্তা জল দিয়ে পরিষ্কার করবে৷ পরিবেশ দপ্তরের আর্জিতেই এই কাজ শুরু হয়েছে বলে দমকল সূত্রে খবর৷ শহরের রাস্তা পরিষ্কারের কাজে কোনও অসুবিধার দেখছেন না খোদ

আগুন ফেলে রাস্তা সাফাইয়ে নামল দমকল, ক্ষোভ কর্মী মহলে!

কলকাতা: আগুন নেভানোর পাশাপাশি এবার শহর কলকাতার রাজপথ জল দিয়ে পরিষ্কার করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল রাজ্য দমকল বিভাগ৷ সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে দমকল বিভাগ সপ্তাহে দু’তিন দিন শহরের রাস্তা জল দিয়ে পরিষ্কার করবে৷ পরিবেশ দপ্তরের আর্জিতেই এই কাজ শুরু হয়েছে বলে দমকল সূত্রে খবর৷ শহরের রাস্তা পরিষ্কারের কাজে কোনও অসুবিধার দেখছেন না খোদ দমকলমন্ত্রী৷ জনস্বার্থে কাজ বলে মন্ত্রী দাবি তুললেও নীচু তলার দমকল কর্মীদের মধ্যেই শুরু হয়েছে প্রতিক্রিয়া৷

দমকম কর্মীদের একাংশের দাবি, শহরের রাস্তায় জল দিয়ে পরিষ্কার করার কাজ পুরসভার৷ কিন্তু, পুরসভার বদলে এখন সপ্তাহে দু’তিন রাস্তা ধোয়ার কাজে নেমেছে দমকল৷ দমদমের ঘাড়ে অভিনব দায়িত্ব ঘিরে ইতিমধ্যেই কর্মী মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন৷ তাঁদের অনেকেই প্রশ্ন তুলছেন, বিপর্যয় মোকাবিলা, আগুন নিয়ন্ত্রণে আনার ঝুঁকিপূর্ণ কাজের পাশাপাশি কেন তাঁদের ‘সাফাই কর্মী’ হিসাবে কাজ করতে হবে?

জানা গিয়েছে, পরিবেশ দপ্তর নির্দেশ, সপ্তাহে দুই থেকে তিন দিন রাস্তার জল ঢেলে পরিষ্কার করতে হবে৷ তাতে দূষণ কিছুটা কমবে৷ কয়েক দশক আগে সকালে শহরের রাস্তা ধোয়া হত৷ সে দায়িত্ব ছিল পুরসভার৷ কিন্তু, পুরসভা হঠাৎ কেন তাদের সেই পুরানো দায়িত্ব থেকে পিছু হটল? রাস্তা পরিষ্কার করা কি আদৌ দমকলের কাজের মধ্যে পড়ে? প্রশ্ন তুলছেন দমকম কর্মীদের একাংশ৷ যদিও মন্ত্রীর দাবি, যেকোনো কাজ করা আমাদের দায়িত্ব৷ জনস্বার্থেই এই কাজ চলছে৷

অন্যদিকে, গাড়ি দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে হবে সরকারকে৷ যানজট নিয়ন্ত্রণ করতে হবে৷ কঠোর করতে হবে পলিউশন সার্টিফিকেট দেওয়ার বিধি৷ এমনই সুপারিশ পেশ করেছে খড়গপুর আইআইটি’র বিশেষজ্ঞরা৷ সূত্রের খবর, সেই সুপারিশ কলকাতা পুরসভায় পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =