রাজনৈতিক সংঘর্ষে ফের আগুন জ্বলল বাংলায়

কলকাতা: ভোট মিটলেও কিছুতেই অশান্তি থামছে না৷ বারং নানান ইস্যুতে একের পর এক হামলা হয়েই চলেছে৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ আজও রাজনৈতিক অশান্তির জেরে দফায় দফায় তপ্ত কোচবিহা৷ আগুন নানুরে৷ হামলা দুর্গাপুরে৷ আজ দিনভর দফায় দফায় অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের মেখলিগঞ্জ ও মাথাভাঙ্গার৷ এদিন মেখলিগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় হন ৩ জন তৃণমূল কর্মী৷

রাজনৈতিক সংঘর্ষে ফের আগুন জ্বলল বাংলায়

কলকাতা: ভোট মিটলেও কিছুতেই অশান্তি থামছে না৷ বারং নানান ইস্যুতে একের পর এক হামলা হয়েই চলেছে৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ আজও রাজনৈতিক অশান্তির জেরে দফায় দফায় তপ্ত কোচবিহা৷ আগুন নানুরে৷ হামলা দুর্গাপুরে৷

আজ দিনভর দফায় দফায় অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের মেখলিগঞ্জ ও মাথাভাঙ্গার৷ এদিন মেখলিগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় হন ৩ জন তৃণমূল কর্মী৷ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়াও অভিযোগ৷ অভিযোগের তির বিজেপির দিকে৷ অভিযোগ অস্বীকার বিজেপির৷

মাথাভাঙ্গার সিতাই মোড়ে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মিছিলের মধ্য থেকেই তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ৷ কাঠগড়ায় বিজেপি৷ খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম৷ বিজেপি কর্মীরা সংবাদকর্মীদের হেনস্থা করে৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের৷

বিনা কারণে দলীয় কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে নানুর৷ বুধবার সকাল থেকে বীরভূমের নানুর থানার বন্দর গ্রামে পথ অবরোধে করেন বিজেপি কর্মীরা৷ পুলিশকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ৷ বিজেপিকর্মীদের মুক্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে দুর্গাপুরে বিজেপির বিজয় মিছিল৷ মিছিল লক্ষ্য করে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ চলে গুলি৷ জখম দুই বিজেপি কর্মী৷ একজন শরীরে গুলি লেঘেছে৷ ২ জন এখনও নিখোঁগ বলে অভিযোগ বিজেপির৷ তৃণমূলের দাবি, বিজয় মিছিল থেকে তাঁদের এক নেতার উপর হামলা চালায় বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =