মন্ত্রী বাবুলের বিরুদ্ধে FIR দায়ের তৃণমূলের, শোকজ কমিশনের

কলকাতা: থিম সঙ বিতর্কে বাবুল সুপ্রিয়কে শোকজ করল কমিশন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ আপাতত তাঁর ওই গান বন্ধ রাখারও নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ অন্যদিকে, তৃণমূল বিরোধী গান তৈরির অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূল৷ অভিযোগ, ভোট প্রচারের জন্য যে গান বেঁধেছেন

মন্ত্রী বাবুলের বিরুদ্ধে FIR দায়ের তৃণমূলের, শোকজ কমিশনের

কলকাতা: থিম সঙ বিতর্কে বাবুল সুপ্রিয়কে শোকজ করল কমিশন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ আপাতত তাঁর ওই গান বন্ধ রাখারও নির্দেশ দিল নির্বাচন কমিশন৷

অন্যদিকে, তৃণমূল বিরোধী গান তৈরির অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূল৷ অভিযোগ, ভোট প্রচারের জন্য যে গান বেঁধেছেন কেন্দ্রীয় মন্ত্রী, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হয়েছে৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের৷ জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান স্টুডেন্টস লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক গৌরব গুপ্ত অভিযোগ দায়ের করেন৷

তৃণমূলের তরফে প্রার্থী তালিকা প্রকাশ হতেই গানকে হাতিয়ার করে ভোটের ময়দানে নামার চেষ্টা করেন গায়ক তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। রাজ্যপাট থেকে তৃণমূলকে হঠাতে গান বাঁধেন বাবুল। বাংলায় গাওয়া এই গান দলীয় প্রচারের ক্ষেত্রে কাজে লাগাতেই এমন ভাবনা তাঁর। গানের লিরিক শুনে অন্তত তেমনই মনে করছেন ভোটাররা।

এর আগে আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন সম্পর্কে বাবুল সুপ্রিয়ের মত ছিল, তিনি রুচিশীল মানুষ, তাঁর সঙ্গে এককাপ কফি খেতে চান তিনি। এরপর গান। যদিও এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। তবে, আসানসোল থেকে গতবারের জয়ী প্রার্থীদের দাঁড় করানোর সম্ভাবনাই বেশি। এই পরিস্থিতিতে রুচিশীল প্রতিপক্ষের বিরুদ্ধে সাংস্কৃতিক উপায়ই যে তিনি লড়াইয়ে আগ্রহী, গান বেঁধে সেটাই বোঝাতে চাইছেন বাবুল সুপ্রিয়। তবে, গানে ব্যবহৃত কিছু শব্দ নিয়ে ওঠে আপত্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + five =