কলকাতা: হালিশহর, বনগাঁর পর এবার নৈহাটি পৌরসভার দখল নিল তৃণমূল৷ কাজে এল না বিজেপির দলবদল কৌশল৷ আস্থা ভোটে আজ ২৪-০ ভোটে জয়ের দাবি জানিয়েছে তৃণমূল৷ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আজ বিজেপির কোনও কাউন্সিলর অনাস্থা ভোটে হাজির হয়নি বলে জানিয়েছেন বিজেপি কাউন্সিলরদের একাংশ৷
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে নৈহাটি পুরসভার কাউন্সিলরদের ডেকে আস্থা ভোট নেওয়া হয়৷ সেখানে বিজেপির কোন কাউন্সিলের উপস্থিত ছিলেন না৷ আর সেই সুবাদে ২৪-০ ভোটে পুরসভার দখল নিয়েছে তৃণমূল৷
নৈহাটি পুরসভা কার? বিজেপির দলবদল কৌশলে জল ঢেলে প্রশাসক ওই পুরসভায় বসায় রাজ্য৷ পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশ মেনে পুরসভায় প্রশাসক নিয়োগ হয়৷ ডেপুটি ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়চৌধুরীকে ওই পুরসভার প্রশাসক হিসেবে বসানো হয়৷ এরপর মামলা গড়ায় কলকাতা হাইরকোর্টে৷
৩১ আসনের নৈহাটি পুরসভার ২৯ কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ ফলে, সংখ্যাগরিষ্ঠতার নিরিখে নৈহাটি পুরসভায় পদ্ম শিবিরের দখলে চলে যায়৷ কিন্তু, কাউন্সিলরদের অনাস্থা ভোটের দাবি কার্যত উড়িয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য৷ মামলা গড়ায় আদালতে৷ কিন্তু, এরপরই নাটকীয় পরিবর্তন ঘটে যায়৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে অনাস্থা ভোটের নির্দেশ দেওয়া হলেও আজও গরহাজির বিজেপি৷