মনোনয়নে ‘খালি’ বিতর্ক, চূড়ান্ত বিপাকে বিজেপি

কলকাতা: ফেরদৌস ও গাজি আবদুন নূরের পর এবার বিতর্কের কেন্দ্রে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন পেশাদারি কুস্তিগীর তথা অভিনেতা ও বিজ্ঞাপনের মডেল ‘দ্য গ্রেট খালি’৷ ফের রাজনৈতিক প্রচারে বিদেশি নাগরিকদের ব্যবহারের অভিযোগ৷ আলিপুরে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার প্রচারে ‘দ্য গ্রেট খালি’র উপস্থিতি ঘিরে এবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল৷ তৃণমূলের অভিযোগ, কুস্তিগীর ‘দ্য গ্রেট খালি’ মার্কিন নাগরিক৷

মনোনয়নে ‘খালি’ বিতর্ক, চূড়ান্ত বিপাকে বিজেপি

কলকাতা: ফেরদৌস ও গাজি আবদুন নূরের পর এবার বিতর্কের কেন্দ্রে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন পেশাদারি কুস্তিগীর তথা অভিনেতা ও বিজ্ঞাপনের মডেল ‘দ্য গ্রেট খালি’৷ ফের রাজনৈতিক প্রচারে বিদেশি নাগরিকদের ব্যবহারের অভিযোগ৷ আলিপুরে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার প্রচারে ‘দ্য গ্রেট খালি’র উপস্থিতি ঘিরে এবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল৷

তৃণমূলের অভিযোগ, কুস্তিগীর ‘দ্য গ্রেট খালি’ মার্কিন নাগরিক৷ একজন মার্কিন নাগরিক হয়ে তিনি কীভাবে বিজেপির প্রচারে অংশ নিলেন? বিজেপির প্রচারে কেন মার্কিন নাগরিক? এই অভিযোগ তুলে সোমবার চতুর্থদফার নির্বাচনের মধ্যেই কমিশনে গিয়ে অনুপম হাজরার বিরুদ্ধে তৃণমূলের তরফে অভিযোগ জানানো হবে বলে খবর৷

এর আগেও তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফেরদৌস ও গাজি আবদুন নূরকে ঘিরে তৈরি হয় বিতর্ক৷ গোটা বিষয়টি উপর হস্তক্ষেপ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ বাংলাদেশি দুই অভিনেতাকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়৷ এই নিয়ে ভোটের বাজারেও নামতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রীকে৷ এবার সেই বিজেপির প্রচারে মার্কিন খালির উপস্থিতি ঘিরে তৈরি নয়া বিতর্ক৷

গত শনিবার আলিপুরে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরারকে নিয়ে প্রচার করেন ১৫৭ কেজি ওজনের আন্তর্জাতিক চ্যাম্পিয়ন পেশাদারি কুস্তিগীর তথা অভিনেতা ও বিজ্ঞাপনের মডেল ‘দ্য গ্রেট খালি’৷ প্রকৃত নাম দলীপ সিং রানা। খালিকে নিয়ে শনিবার আলিপুরে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার মনোনয়নপত্র জমা দেন৷  বিজেপি প্রার্থীর বন্ধু হিসেবে সরাসরি আমেরিকা থেকে চলে আসেন গ্রেট খালি। প্রার্থীর সঙ্গে তিনি যখন জেলা নির্বাচনী আধিকারিকের (ডিএম) অফিসে ঢুকছেন, সেই সময় অনুপমবাবুর দিকে কেউ নজরও করেননি। ভিড়ের শত শত কৌতূহলী চোখের নজর ছিল ‘দৈত্যাকার’ চেহারার গ্রেট খালির দিকে। সকলেই চেয়েছেন একবার তাঁর হাত ছুঁতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + seven =