কলকাতা: দেশের নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করছে। কমিশনের বিশ্বাসযোগ্যতাই আজ বড়সড় প্রশ্নের মুখে। বিজেপি এবং নির্বাচন কমিশনের আচরণের বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই মর্মে বিস্ফোরক অভিযোগ জানালেন ভারতের ৬৬ জন প্রাক্তন আমলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির প্রথম সারির নেতা মুখতার আব্বাস নকভির মতো একাধিক শীর্ষস্থানীয় বিজেপি নেতার নাম, তাঁদের আচরণ এবং একাধিক ঘটনার কথা উল্লেখিত হয়েছে সেই চিঠিতে। দিনক্ষণ উল্লেখ করে কীভাবে এইসব ব্যক্তি আদর্শ নির্বাচনী আচরণ বিধি (এমসিসি) ভেঙেছেন, তা তুলে ধরা হয়েছে চিঠিতে।
অভিযোগ, এমসিসি লাগু থাকা অবস্থাতেই কৃত্রিম উপগ্রহ ধ্বংসের ‘মিশন শক্তি’ নিয়ে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন, নরেন্দ্র মোদির জীবনী প্রকাশ, নমো চ্যানেলের আত্মপ্রকাশ সহ একাধিক ঘটনায় নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। কমিশনের আধিকারিকরা তা দেখেও দেখেননি, কোনও ব্যবস্থাও নেননি বলে অভিযোগ করেছেন প্রাক্তন আমলারা। এই ৬৬ জনের তালিকায় রাজ্যের অন্তত ১০-১২ জন প্রাক্তন শীর্ষ আমলা রয়েছেন। রয়েছেন দুই প্রাক্তন মুখ্যসচিব, এক প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার।