অনুব্রতর দুর্গেও ভাঙন তৃণমূলের, বাঁশ-লাঠি মজুত রাখার নির্দেশ

কলকাতা: তৃণমূলের হামলা থেকে বাঁচতে হাতের কাছে বাঁশ, লাঠি, পাথর মজুত রাখার পরামর্শ বিজেপি নেতার৷ আজ, বীরভূমে অনুব্রতর দুর্গ থেকে প্রায় ২ হাজার তৃণমূল সমর্থককে দলে এটে এনে এনে এমন বার্তা দেন সভাপতি রামকৃষ্ণ রায়৷ আজ, বোলপুরে অনুব্রত দুর্গে ভাঙন ধরানোর পর দু’হাজার তৃণমূল সমর্থককে বিজেপির পতাকা তুলে দেওয়া হয় স্থানীয় নেতৃত্বের তরফে৷ সেই সভা

অনুব্রতর দুর্গেও ভাঙন তৃণমূলের, বাঁশ-লাঠি মজুত রাখার নির্দেশ

কলকাতা: তৃণমূলের হামলা থেকে বাঁচতে হাতের কাছে বাঁশ, লাঠি, পাথর মজুত রাখার পরামর্শ বিজেপি নেতার৷ আজ, বীরভূমে অনুব্রতর দুর্গ থেকে প্রায় ২ হাজার তৃণমূল সমর্থককে দলে এটে এনে এনে এমন বার্তা দেন সভাপতি রামকৃষ্ণ রায়৷

আজ, বোলপুরে অনুব্রত দুর্গে ভাঙন ধরানোর পর দু’হাজার তৃণমূল সমর্থককে বিজেপির পতাকা তুলে দেওয়া হয় স্থানীয় নেতৃত্বের তরফে৷ সেই সভা মঞ্চ থেকেই বিজেপি নেতা রামকৃষ্ণ রায় বলেন, ‘‘আপনারা দেখছেন, তৃণমূলীরা বিজেপিকে আক্রমণ করছে৷ গ্রামের কোনও জায়গায় চার জন কর্মী বসে আছে, আমরা দেখছি, হঠাৎ করে তাঁদের উপর আক্রমণ করা হচ্ছে৷ তাই আমার বক্তব্য, আপনারা সজাগ থাকুন৷ হাতের কাছে লাঠি লাখুন, পাথর রাখুন৷ অন্তত প্রতিহত করতে পারবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =