ঘাটতিতে রাজ্য, পাওনা চেয়ে কেন্দ্রকে তাগাদা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ফের কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা টাকা চেয়ে তাগাদা পাঠাতে চলেছেন নবান্ন৷ কেন্দ্রের থেকে পাওয়া টাকা ছিনিয়ে আনতে নতুন করে মোদির সরকারকে চিঠি পাঠাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্র কম টাকা দেওয়ার রাজ্য সরকার ঘাটতিতে চলছে বলে নবান্নে থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ আজ নবান্নে প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র টাকা পাঠাচ্ছে

86c93a639740c558f478c3321e220c87

ঘাটতিতে রাজ্য, পাওনা চেয়ে কেন্দ্রকে তাগাদা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ফের কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা টাকা চেয়ে তাগাদা পাঠাতে চলেছেন নবান্ন৷ কেন্দ্রের থেকে পাওয়া টাকা ছিনিয়ে আনতে নতুন করে মোদির সরকারকে চিঠি পাঠাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্র কম টাকা দেওয়ার রাজ্য সরকার ঘাটতিতে চলছে বলে নবান্নে থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

আজ নবান্নে প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র টাকা পাঠাচ্ছে না৷ আর সেই কারণে রাজ্য সরকার ঘাটতিতে চলছে৷ ৬৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে রাজ্যের৷ বাংলার মত অন্য রাজ্যেও ভুক্তভোগী হয়েছে৷ রাজ্য সরকারের উপার্জন আগের বছর যেমন ছিল তেমনই আছে৷ কিন্তু, কেন্দ্র সরকার পাওনা টাকা মেটাচ্ছে না বলে রাজ্যের কোষাগারে ঘাটতি দেখা দিয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘রাজ্য সরকারের নিজের উপার্জন আছে বলেই তো সরকারটা চলছে৷ কেন্দ্র তো কিছুই দিচ্ছে না৷ এই বিষয়ে আমরা আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেব৷ পাওনা টাকা মেটানোর জন্য৷

এদিন মুখ্যমন্ত্রীর জানান, বুলবুল ক্ষতিগ্রস্থ এলাকায় যারা সহযোগিতা করতে চান, তাঁরা করতে পারেন৷ অর্থসাহায্য থেকে সামগ্রী দিয়ে উপকার করলে বেশি ভালো হয়৷ বই-খাতা খাবার বাসনপত্র এই সমস্ত দিয়ে যদি কেউ দুর্গতদের সাহায্য করেন তাহলে আমরা সেই সাহায্য করব৷

এদিন নাম না করে বাবুল সুপ্রিয়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷ জানান, যারা এই দুর্যোগের দিনেও রাজনীতি করছেন, ভাঙচুর করছেন, বড় বড় কথা বলছেন, তারা দয়া করে এই সমস্ত করবেন না৷ এখন এই সব করার সময় নেই৷ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এখন প্রধান লক্ষ্য৷ আমি অনুরোধ করব, ২-৪ জন লোককে নিয়ে ভাঙচুর করা সহজ৷ কিন্তু তৈরি করা ভীষণ কঠিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *