নয়াগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে বৃদ্ধের মৃত্যু, ষষ্ঠ দফার বলি ৩

নয়াগ্রাম: ঝাড়গ্রামের নয়াগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় মৃত্যু হল এক বৃদ্ধের। অন্যদিকে ভোট চলাকালীন অসুস্থ হওয়ায় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হল পৃথ্বীশ অধিকারী এবং তরুন দাস নামে দুই ফার্স্ট পোলিং অফিসারকে। অন্যদিকে, ষষ্ঠ দফা শুরুতেই রাজনৈতিক খুনের বলি দুই৷ ঝাড়গ্রাম ও কাঁথিতে বিজেপি ও তৃণমূল কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায়

নয়াগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে বৃদ্ধের মৃত্যু, ষষ্ঠ দফার বলি ৩

নয়াগ্রাম: ঝাড়গ্রামের নয়াগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় মৃত্যু হল এক বৃদ্ধের। অন্যদিকে ভোট চলাকালীন অসুস্থ হওয়ায় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হল পৃথ্বীশ অধিকারী এবং তরুন দাস নামে দুই ফার্স্ট পোলিং অফিসারকে।

অন্যদিকে, ষষ্ঠ দফা শুরুতেই রাজনৈতিক খুনের বলি দুই৷ ঝাড়গ্রাম ও কাঁথিতে বিজেপি ও তৃণমূল কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় ফের তুঙ্গে বঙ্গ রাজনীতির উত্তাপ৷ গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী৷

শনিবার রাত থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বাংলা৷ রাজনৈতিক সংঘর্ষে খুন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিজেপির বুথ সভাপতি৷ কাঠগড়ায় তৃণমূল৷ কাঁথিতে অযোধ্যাপুরে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু৷ খুনের অভিযোগ পরিবারের৷ সিপিএমের বিরুদ্ধে অভিযোগের আঙুল৷ মৃতের নাম সুধাকর মাইতি৷ কাঁথির ভগবানপুরে গুলিবিদ্ধ দুই বিজেপিকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের জুনাসোলায় তাঁর উপর বিজেপির বুথ সভাপতির উপর হামলা চালায় দুষ্কৃতীরা। হামলায় মৃত্যু হয়েছে তাঁর। বিজেপির ওই বুথ সভাপতির নাম শ্রীরামিন সিংহ। বিজেপির অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

অন্যদিকে, বাঁকুড়ায় বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ উঠেছে৷ শনিবার রাতেই বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণিতে বিজেপি কর্মী বিপু দাসের দাদা শিবশঙ্কর দাসের উপর হামলা হয় বলে অভিযোগ৷ গুরুতর জখম হন তিনি৷ তৃণমূলের কর্মীরাই এই হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি৷

আজ বাংলার ৮ আসনে ভোটগ্রহণ চলছে৷ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ষষ্ঠ দফায় শুরুতেই মৃত্যুর খবরে তুঙ্গে বঙ্গ রাজনীতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 16 =