কলকাতা: বিজেপির আইটি সেটকে টেক্কা দিতে সোশ্যাল মিডিয়ায় নয়া ভিডিও প্রকাশ তৃণমূলের৷ প্রধানমন্ত্রীকে নিশানা করে এবার ‘প্রধানমন্ত্রী হিসাব দাও’ সিরিজ আনল ঘাসফুল শিবির।
১মিনিট ১০ সেকেন্ডের নয়া প্রচার ভিডিও প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে ভিডিও সিরিজ লঞ্চ করেছে তৃণমূল। যেখানে দেশের বাড়তি বেকারত্বের মতো বিভিন্ন ইস্যু নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়েছে। একইসঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান জানানো হয়েছে।
#Episode13#PradhanMantriHisabDo প্রধানমন্ত্ৰী হিসেব দাও
While the #BJP has failed to fulfill its promise of creating 10 crore jobs, in #Bangla 6 lakh youths are provided skill training every year under #UtkarshBangla scheme pic.twitter.com/EWWWGnHeIF
— All India Trinamool Congress (@AITCofficial) April 27, 2019
টুইট করে ‘প্রধানমন্ত্রী হিসাব’ দিদির জন্য ভোট চাওয়া হয়েছে৷ মূলত নতুন প্রজন্মকে পাথির চোখ করে এই ভিডিও তৈরি করা হয়েছে৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় ২১ লাখ প্রথমবারের ভোটার রয়েছেন৷ মনে করা হচ্ছে, ২১ লক্ষ ভোটকে হাতে রাখতে তৃণমূলের অস্ত্র সেই কর্মসংস্থান৷
তবে, দেশের কর্মংস্থানকে হাতিয়ার করে তৃণমূলের তরফে ভোটের প্রচার করা হলেও বাংলায় কর্মসংস্থানের হাল যে বেশ খারাপ তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কেরিয়ার স্কিম পোর্টালে ফেব্রুয়ারি পর্যন্ত আসা তথ্য বলছে, চাকরি পাওয়ার জন্য এই পোর্টালে নাম লিখিয়েছিলেন দেশের ১৩ কোটি ২১ লক্ষ ৫ হাজার ৫৪৯ জনথ৷ বাংলা থেকে ২ কোটি ২০ লক্ষ ৯ হাজার ৫৩৭ জন চাকরিপ্রার্থী নাম লিখিয়েছেন চাকরি পাওয়ার জন্য৷ মহিলা প্রার্থী ২৫.৩৫ শতাংশ। পুরুষ প্রার্থী ১৮.৩০ শতাংশ। বাংলা থেকে এই পোর্টালে নাম লেখানোর প্রবণতা এক লাফে অনেকটাই বেড়েছে৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের এই প্রচার আদৌ কাজে আসবে কি না, তা জানা যাবে ২৩ মে ফল ঘোষণার পর৷