সিউড়ি: সতর্ক করার পরও ফের প্রকাশ্য জনসভায় ফের নকুলদানা দেওয়ার বার্তা দিয়ে কমিশনের তোপের মুখে পড়লেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা নির্বাচনী আধিকারিকের কাছে তাঁর এদিনের বক্তব্যের রিপোর্ট তলব করেছে কমিশন। এর আগে কমিশন তাঁকে নকুলদানা বিলি নিয়ে সতর্ক করেছিল।
সেই সতর্কবার্তার কথা উল্লেখ করে ইলামবাজারের হাঁসড়ার জনসভা থেকে অনুব্রতবাবু বলেন, আমাকে আবার নির্বাচন কমিশন শোকজ করেছে। আমি কি না বলছি, নকুলদানা। এত রোদে তো নকুলদানা দিতেই হবে। নকুলদানা তো সবাই খায়, আমিও খাই, আপনারাও খান। নকুলদানা খেলে কি মানুষের রক্ত খারাপ হয়ে যাবে? যাবে না। রক্ত পরিষ্কার হবে, বুদ্ধি খুলবে। নকুলদানা যত বাড়িতে বাড়িতে পৌঁছবে, ততই তৃণমূলকে ভোটাররা ভোট দেবেন।
এদিন ইলামবাজারের ঘুড়িয়ার জনসভা থেকেও বিতর্কিত মন্তব্য করেন জেলা সভাপতি। তিনি বলেন, ভয় পাবেন না, সেই আগেকার ইলামবাজারই যেন থাকে। আগেকার মতোই বুথের সভাপতিরা থাকবে। ফোঁস করবেন, তাড়া করবেন, মারবেন না।
অনুব্রত মণ্ডলের জনসভার কয়েক ঘণ্টার মধ্যেই জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ইতিমধ্যে কমিশন অনুব্রত মণ্ডলকে দু’বার শোকজ ও একবার সতর্ক করেছে। এবার কী পদক্ষেপ নেয়, তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে।