কলকাতা: জোট জল্পনায় জল ঢেলে প্রার্থী ঘোষণা করতে চলছে প্রদেশ কংগ্রেস৷ রাজ্যে বিরোধী জোটের আনুষ্ঠানিক ইতি টেনে প্রথম তিন দফার ভোটে ১০ আসনে প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস৷ সূত্রের খবর, আজ বিকালের মধ্যেই ১০ জনের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে৷ তালিকায় রায়গঞ্জ থেকে দীপা দাসমুন্সির নাম চূড়ান্ত হয়েছে৷ সূত্রের খবর, কোচবিহারে পিয়া রায়চৌধুরী, মালদহ দক্ষিণে এ বি খান চৌধুরী, মালদহ উত্তরে ঈশা খান, দার্জিলিংয়ে শঙ্কর মালাকার, বালুরঘাটে সাবেক সরকারকে সম্ভব্য প্রার্থী করতে চলেছে প্রদেশ নেতৃত্ব৷
পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা পুরোপুরি ধ্বংস হওয়ার পর কলম ধরলেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক কট্টরপন্থী নেতা প্রকাশ কারাত। দলের সর্বভারতীয় মুখপত্র পিপলস ডেমোক্রেসির সাম্প্রতিক ইস্যুর সম্পাদকীয় নিবন্ধে কার্যত ঘুরিয়ে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করে তিনি লিখেছেন, ‘বিজেপি বিরোধিতায় সিপিএম এবং বামপন্থী দলগুলিকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। তার সঙ্গে সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে হবে।’ তবে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করার জন্য গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে এককাট্টা করার কাজ সিপিএম তথা বামেদেরই করতে হবে বলে মত কারাতের।