এবার বাবার বিরুদ্ধে মেয়েকে প্রার্থী করল কংগ্রেস

অমরাবতী : দীর্ঘদিন ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে থাকলেও লোকসভা ভোটের মুখে দল বদল করেছিলেন প্রবীণ নেতা ভি কিশোর চন্দ্র দেও। পালটা জবাব দিতে তাঁর মেয়েকেই বাবার বিরুদ্ধে প্রার্থীপদ দিল কংগ্রেস। সপ্তদশ লোকসভা নির্বাচনে এমনই ঘটনার সাক্ষী থাকতে চলেছে দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ। ওই রাজ্যে টিডিপি প্রার্থী ভাইচারলা কিশোর চন্দ্র দেও-র বিরুদ্ধে লড়বেন কংগ্রেস প্রার্থী তাঁর

2a759eca5f8be76a0f37938455fb5940

এবার বাবার বিরুদ্ধে মেয়েকে প্রার্থী করল কংগ্রেস

অমরাবতী : দীর্ঘদিন ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে থাকলেও লোকসভা ভোটের মুখে দল বদল করেছিলেন প্রবীণ নেতা ভি কিশোর চন্দ্র দেও। পালটা জবাব দিতে তাঁর মেয়েকেই বাবার বিরুদ্ধে প্রার্থীপদ দিল কংগ্রেস। সপ্তদশ লোকসভা নির্বাচনে এমনই ঘটনার সাক্ষী থাকতে চলেছে দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ। ওই রাজ্যে টিডিপি প্রার্থী ভাইচারলা কিশোর চন্দ্র দেও-র বিরুদ্ধে লড়বেন কংগ্রেস প্রার্থী তাঁর মেয়ে শ্রুতি দেবী।

লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের আরাকু কেন্দ্র থেকে তাঁরা লড়াই করছেন। পর্যটনের অন্যতম ক্ষেত্র হচ্ছে আরাকু উপত্যকা। ২০০৮ সালে তৈরি হয় তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আরাকু লোকসভা কেন্দ্র। ২০০৯ সালে ওই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করে জিতেছিলেন কিশোর। কিন্তু ২০১৪ সালে হেরে যান। ভাইচারলা কিশোর চন্দ্র দেও ছয়বারের সাংসদ। কংগ্রেসের টিকিটে জেতা এই সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু-র সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করেন। প্রবীণ এই রাজনৈতিক নেতাকে আরাকু কেন্দ্র থেকে প্রার্থীও করেছেন নাইডু। এরই পালটা দিতে কিশোর কন্যা শ্রুতিকে ওই কেন্দ্র থেকেই প্রার্থী করল কংগ্রেস। যার অর্থ বাবার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়ছেন মেয়ে। দিল্লির বাসিন্দা শ্রুতি দেবী পেশায় উকিল এবং সমাজকর্মী। বাবা বনাম মেয়ের লড়াইতে শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে আগামী ২৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *