আজই প্রার্থী তালিকা ঘোষণা প্রদেশ কংগ্রেসের?

কলকাতা: আলোচনার জন্য বামেদের আর সময় দেওয়া যাবে না৷ খুব সম্ভবত আজ রবিবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেস৷ এমনই ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য৷ লোকসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়ে অনন্তকাল বামেদের সঙ্গে আলোচনা করা যাবে না৷ রুষ্ট স্বরে জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনদুটি ছাড়ার পরেও কংগ্রেসকে নিজেদের অবস্থান স্পষ্ট

আজই প্রার্থী তালিকা ঘোষণা প্রদেশ কংগ্রেসের?

কলকাতা: আলোচনার জন্য বামেদের আর সময় দেওয়া যাবে না৷ খুব সম্ভবত আজ রবিবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেস৷ এমনই ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য৷

লোকসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়ে অনন্তকাল বামেদের সঙ্গে আলোচনা করা যাবে না৷ রুষ্ট স্বরে জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনদুটি ছাড়ার পরেও কংগ্রেসকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে না বামেরা৷ বামফ্রন্টের তরফে শুক্রবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ২৫ জনের নাম রয়েছে৷য

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, বাকি ১৭টি আসনের মধ্যে কয়েকটি লড়বে বামেরা৷ বাকিগুলিতে কংগ্রেস প্রার্থী দেবে৷ কিন্তু সেই বিন্যাস কী, সেটা স্পষ্ট করে জানানো হয়নি বলে অভিযোগ প্রদীপ ভট্টাচার্যের৷ এই পরিস্থিতিতে শুধু প্রার্থী তালিকা ঘোষণাই নয়, জোট ভেঙে দেওয়ারও ইঙ্গিত দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =