কোচবিহারের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

কলকাতা: অবশেষে বিজেপির দাবি মেনে কোচবিহারের শীতকুচিতে ১৮১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের৷ আজ, দুপুরে কোচবিহারে শীতকুচি-সহ ২৯৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয় বিজেপির তরফে৷ বৃহস্পতিবার এই একই দাবিতে ডিএম অফিসের সামনে ধর্নায় বসেন কোচবিহারের বিজেপি প্রার্থী৷ নিশীথের ধর্না তুলতে এসে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের হাতাহাতি বাধে৷ পরে, নিশীথের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ৷ জানা

কোচবিহারের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

কলকাতা: অবশেষে বিজেপির দাবি মেনে কোচবিহারের শীতকুচিতে ১৮১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের৷ আজ, দুপুরে কোচবিহারে শীতকুচি-সহ ২৯৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয় বিজেপির তরফে৷ বৃহস্পতিবার এই একই দাবিতে ডিএম অফিসের সামনে ধর্নায় বসেন কোচবিহারের বিজেপি প্রার্থী৷ নিশীথের ধর্না তুলতে এসে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের হাতাহাতি বাধে৷ পরে, নিশীথের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ৷

জানা গিয়েছে, ওই বুথে মক পোলের ভোটগুলিও রয়ে গিয়েছিল৷ যে কারণে সেখানে পুনর্নির্বাচনের সুপারিশ করেছিলেন রিটার্নিং অফিসার। রিভিউর পরে প্রাথমিকভাবে ওই বুথে ফের ভোট নেওয়ার সদ্ধান্ত নিয়েছে কমিশন৷ কমিশন সূত্রে খবর, ১৮১ নম্বর বুথ পর্যবেক্ষণের পর অবজারভারের রিপোর্টের ভিত্তিতে পুনর্নির্বাচনের নেওয়া হয়েছে৷ বাকি বুথে, যেখানে অশান্তি হয়েছে, সেখানে নতুন করে ভোট করানো হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি৷ তবে, সূত্রের খবর আরও দু’তিনটি বুথে নতুন করে ভোট করানো হতে পারে৷ তবে, অবজারভারদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হবে৷ শীতকুচিতে ১৮১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হলেও কবে ওই কেন্দ্র ভোট করানো হবে তা এখনও জানা যায়নি৷ দিনহাটার ৬/২১২ নং বুথে ইভিএম ভাঙারের পর সেখানে নতুন করে ভোট করানো হবে কি না, তাও  অবজারভারের রিপোর্টের উপর নির্ভর করছে৷ যদিও, আজ কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে পুনর্নির্বাচনের দাবি উড়িয়ে দেওয়া হয়নি৷ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছি, বুথস্তর থেকে ধাপে ধাপে জেলা শাসকের হয়ে রিপোর্ট আসার পর সিদ্ধান্ত নেবে কমিশন৷

অন্যদিকে, কোচবিহারের বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করছে পুলিশ৷ বিজেপি প্রার্থীসহ তাঁর দুই নিরাপত্তা কর্মীর নামে অভিযোগ করা হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পুনর্নির্বাচন ও ছাপ্পা ভোটের প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের মধ্যে বিক্ষোভ দেখান কোচবিহারের বিজেপি প্রার্থী৷ বিক্ষোভ চলাকালীন কোতয়ালি থানার আইসির সঙ্গে নিশীথের নিরাপত্তারক্ষীরা ধাক্কাধাক্কি করেন৷ ওই ঘটনায় মামলা দায়ের হয়েছে কোতোয়ালি থানায়৷ এই একই ঘটনায় নিশীথের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে তৃণমূলও৷

কোথাও কেন্দ্রীয় বাহিনী না থাকার সুযোগ নিয়ে অবাধে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল! কোথাও ভোটারদের বুথে যেতে বাধা দিয়েছে, কোনও বুথে মন্ত্রী ঢুকে শাসিয়েছেন৷ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এমনই এক গুচ্ছ অভিযোগ তুলে প্রায় সাড়ে তিনশো বুথে পুনর্নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি৷

মুকুল রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার কমিশনে এই দাবি জানিয়েছে৷  পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের ঘরের মেঝেয় ধর্নায় বসে পড়েন বিজেপি নেতারা৷ কোচবিহার আসনে ২৯৭টি ও আলিপুরদুয়ারের ৪২টি বুথে পুনরায় ভোটগ্রহণের দাবি জানানো হয়৷ পাশপাশি যে সব জেলাশাসক গত পঞ্চায়েত ভোটে যেখানে ছিলেন, লোকসভা ভোটের সময়ও একই জেলায় রয়েছেন, তাঁদের বদলির দাবিও জানিয়েছে বিজেপি৷ তবে, এত দাবির পর মাত্র একটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =