কলকাতা: ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় রাজ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে সোমবার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে রাজ্যে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যে ৫১০ কোম্পানি চলে যাবে।
নির্বাচন করতে রাজ্যে আসা দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে আগামী ২৭ মে পর্যন্ত এরাজ্যেই থাকবেন বলে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানানো হয়। দিল্লিতে নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল যেমন কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানিয়েছেন, তেমনই কলকাতায় জয়প্রকাশ মজুমদার, শিশির বাজোরিয়ারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে ওই একই দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। বহু মানুষ আহত হয়েছেন। অনেক বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। রাজ্য পুলিসের উপরে আস্থা নেই। তাই কেন্দ্রীয় বাহিনী রাখা হোক।