কলকাতা: ভোট গণনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমাল শুরু হয়েছে। পার্টি অফিস ভাঙচুর থেকে খুনের ঘটনাও ঘটছে। অথচ নির্বাচন কমিশন জানিয়ে দিল, আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্য সরকারের।
শনিবার সকালে কলকাতা থেকে দিল্লি ফিরে যাওয়ার আগে সে কথা বলে গেলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিবেক দুবে বলেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্য সরকার বিষয়টি দেখবে। নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ। এদিন ৩১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও দিল্লি ফিরে যান।