সরকারের সঙ্গে ম্যানেজ করে ফেলেছে কমিশন: মুকুল

কলকাতা: নির্বাচন কমিশনের দপ্তরে দাঁড়িয়ে খোদ কমিশন কর্তাদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ সোমবার কমিশনে গিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানান মুকুল রায়৷ কমিশনের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সংবাদ মাধ্যমে বলেন, ‘‘যারা মমতার ধর্নায় থাকে, আজ তারাই ভোট করাবেন৷ এদের দিয়ে কী হবে? আমরা বলেছি, গণতন্ত্র নিয়ে বিদ্রুপ করবেন না৷

সরকারের সঙ্গে ম্যানেজ করে ফেলেছে কমিশন: মুকুল

কলকাতা: নির্বাচন কমিশনের দপ্তরে দাঁড়িয়ে খোদ কমিশন কর্তাদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ সোমবার কমিশনে গিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানান  মুকুল রায়৷ কমিশনের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সংবাদ মাধ্যমে বলেন, ‘‘যারা মমতার ধর্নায় থাকে, আজ তারাই ভোট করাবেন৷ এদের দিয়ে কী হবে?  আমরা বলেছি, গণতন্ত্র নিয়ে বিদ্রুপ করবেন না৷ আজ, অনেকেই বলছেন, কমিশন স্থানীয় সরকারের সঙ্গে ম্যানেজ হয়ে গিয়েছে৷ আমি আমার রাজনৈতির জীবনে এমন মুখ-বধির কমিশনার দেখিনি৷’’

রাজ্য প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে মুকুলে দাবি, ‘‘এই আইজি, এই ডিজি সাধারণ মানুষের নিরাপত্তা দেবেন? এটা সম্ভব? এঁরা তো সবাই তৃণমূলের লোক৷’’ দিন পনেরো আগেও একবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে মুকুলবাবুর নেতৃত্বে গেরুয়া শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছিল, বাংলার প্রশাসন দিয়ে নিরপেক্ষ ভোট করানো সম্ভব নয়। এ বার সেই কাজে আরও গতি আনতে ময়দানে নেমে পড়লেন মুকুল৷

সোমবার মুকুল রায়ের বেনজির আক্রমণে চূড়ান্ত ক্ষুব্ধ কমিশন৷ সূত্রের খবর, কমিশনারকে ‘মুখ-বধির’ বলায় মুকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *