নয়াদিল্লি: তৃণমূলের আপত্তির জেরে থমকে গেল মোদির ওয়েব সিরিজ৷ আজ নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, ভোটের আগে কোনও ভাবেই দেখানো যাবে না মোদির জীবন নিয়ে ওয়েব সিরিজ৷
ভোটের বাজারে মোদির ওয়েব সিরিজ চালু হওয়ায় নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূলের। অভিযোগ, কমিশন মোদির বায়োপিক প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করার পরেও, ‘মোদি, জার্নি অফ আ কমন ম্যান’ নামে সম্প্রতি একটি ওয়েব সিরিজ দেখানো হচ্ছে। এনিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে তৃণমূল৷ আজ, কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া, আর কোনও ভাবেই যাতে ওই ওয়েব সিরিজ না দেখানো হয়৷
Election Commission to Eros Now: It was brought to our notice that a web series “Modi-Journey of a Common Man, having 5 episodes is available on your platform. You’re directed to stop forthwith the online streaming & remove all connected content of the series till further orders pic.twitter.com/ofs0neJMc3
— ANI (@ANI) April 20, 2019
এর আগে এই একই অভিযোগে স্থগিত রাখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক৷ এবার ওয়েব সিরিজের উপর জারি হল নিষেধাজ্ঞা৷ গত ৩ এপ্রিল ওয়েব সিরিজের দশটির মধ্যে পাঁচটি পর্বের মুক্তি পায় ওয়েব দুনিয়ায়৷ মোদির ছেলেবেলা থেকে তাঁর জীবনের নানা চড়াইউতরাই পেরিয়ে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত, সব গল্পই ফুটে উঠেছে এই ওয়েব সিরিজে। যা ইতিমধ্যে ভাল সাড়াও ফেলেছে নেটদুনিয়ায়। কিন্তু নির্বাচনের আগেই কেন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল ওয়েব সিরিজটি? পরিচালক উমেশ শুক্লা জানান, বিষয়টা এভাবে পরিকল্পনা করা হয়নি। কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। গত ১১-১২ মাস ধরে বিষয়টি নিয়ে কাজ করছিলেন তিনি। একমাস আগেও মুক্তি পেতে পারত। কিন্তু প্রযুক্তিগত কারণেই মুক্তি খানিকটা পিছিয়ে যায়।
তবে, শুধু মোদিই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক রুখতে ইতিমধ্যেই আসরে নামেছে বিরোধীরা৷ ভোটের মুখে মমতার জীবন নিয়ে তৈরি সিনেমার মুক্তি রুখতে নির্বাচন কমিশনে নালিশ সিপিএম নেতৃত্বের৷
শুধু ছবি মুক্তিই নয়, মুখ্যমন্ত্রীর বায়োপিক এর ট্রেলার এর প্রদর্শন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে বলেও অভিযোগ তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ইতিমধ্যেই এই অভিযোগ কমিশনেও জানিনো হয়েছে বলে বামফ্রন্ট সূত্রে খবর৷
লোকসভা নির্বাচনের আগে বিধিভঙ্গের অভিযোগ তুলে স্থগিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক৷ এবার মোদির বায়োপিক বন্ধ হওয়ার নির্দেশকে হাতিয়ার করে এবার লোকসভা নির্বাচনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘বাঘিনী’ প্রদর্শন রোখার দাবি জানানো হয়েছে৷ তবে, ‘বাঘিনী’ নামাঙ্কিত ছবিটি মুখ্যমন্ত্রীর বায়োপিক বলতে নারাজ নির্মাতারা৷ এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত বলে জানিয়েছেন তাঁরা৷ ছবিটি পরিচালক নেহাল দত্ত৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বাঘিনী’র ট্রেলার৷ আর তাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক৷