কলকাতা: অশান্তি ও প্রযুক্তিগত কারণ দেখিয়ে রায়গঞ্জে তিনটি বুথ ও কোচবিহারে একটি বুথে পুনর্নির্বাচনের দিন ঘোষণা কমিশনের৷ আজ কমিশনের তরফে জানানো হয়েছে, ইসলামপুরের দু’টি ও গোয়ালপোখরের একটি বুথে ফের ভোট দেওয়া হবে৷ ইতিমধ্যেই কোচবিহারের শীতলকুচির ভোগদাবড়ি প্রাইমারি স্কুলে ১৮১ নম্বর বুথে পুনর্নির্বাচনেরক ঘোষণা আগেই করেছে কমিশন৷
জানা গিয়েছে, রায়গঞ্জের ইসলামপুর মহকুমার ধোলাগাছা এসএসকে ১৯ নম্বর বুথ, ৩৭ নম্বর পাঠাগোড়া বালিকা বিদ্যালয়ের একটি বুথে নতুন করে ভোট নেওয়া হবে৷ গোয়ালপোখরে ১৯১ নম্বর বুথেও নেওয়া হবে ভোট৷ সেই কেন্দ্রে আগামী ২৯ এপ্রিল পুনর্নির্বাচন।
West Bengal: Re-polling to be held at polling stations number 19 at Dhologachh SSK, 37-Patagora Balika Vidhyalay in Islampur assembly segment and polling station no. 191-Loha Gachhi Aadi Basipada in Goalpokhar assembly segment in Raiganj parliamentary constituency, on 29th April
— ANI (@ANI) April 27, 2019
গত ১১ এপ্রিল প্রথম দফা নির্বাচনে রাজ্যের তিনটি কেন্দ্রে ভোট হয়। তার মধ্যে কোচবিহার কেন্দ্র থেকে ব্যাপক গোলমালের খবর আসে। বিশেষ করে কোচবিহারের শীতলকুচির একাধিক এলাকায় সন্ত্রাস চালায় তৃণমূলের বাহিনী। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার পাশাপাশি বুথ দখলের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। বিরোধীরা কমিশনের কাছে সেই নিয়ে অভিযোগ জমা দেয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেন কমিশনের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতে শীতলকুচির ভোগদাবড়ি প্রাইমারি স্কুলে ১৮১ নম্বর বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়৷ দ্বিতীয় দফায় পর্যবেক্ষকদের বিপোর্টের ভিত্তিতে তিন বুথে পুনর্নির্বাচনের দিন ঘোষণা কমিশনের৷