কালীগঞ্জ: নদীয়ায় ভোটপ্রচারে গিয়ে বক্তব্য থাকাতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চূড়ান্ত বিশৃঙ্খলার জের বক্তব্য থামিয়ে মঞ্চে বসে পড়েন মুখ্যমন্ত্রী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজের নিরাপত্তা কর্মীদের ধমক দেন৷ বলেন, ‘‘কী হচ্ছে কী? এটাও আমাকে দেখতে হবে৷’’
এদিন সভা শুরুতেই তৃণমূল কর্মী সমর্থকদের চিৎকার শুনে বিরক্ত হন মুখ্যমন্ত্রী৷ সমর্থকদের শান্ত হওয়ার বার্তাও দেন৷ কিন্তু, তাও কাজ না হওয়ায় সভা চালিয়ে যান মমতা৷ কিন্তু, পরিস্থিতি বেগতিক দেখে বক্তব্য থামিয়ে নিজের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন৷ পরে, ভিড় সামলাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য রাখা ডিজোনেও দলীয় কর্মীদের বসানোর ব্যবস্থা করা হয়৷ দ্বিতীয় দফায় বক্তব্য শুরু করার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাঁরা যেতে চাই যাক না৷ যত যাবে তত ভাল৷ কিছুটা ফাঁকা হবে৷’’
ভিড়ের জন্য হই হট্টগোলের জেরে নদিয়ার পানিঘাটার সভায় মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তব্য শুরু করতেও বেশ বেগ পেতে হয়। কিছুক্ষণের মধ্যেই ফের হই হট্টগোল শুরু হয়ে যায়। মাইক হাতে মুখ্যমন্ত্রীকে বার বার বলতে শোনা যায়, ‘‘বসে পড়ুন, শান্ত হোন৷’’ কিন্তু বিশৃঙ্খলার জেরে তারপরই মেজাজ হারান মুখ্যমন্ত্রী৷ শেষে বক্তব্য বন্ধ করে সোজা মঞ্চে বসে পড়েন৷ বেশ খানিকক্ষণ পর আবার ভাষণ শুরু করেন তিনি।